ওয়েস্ট বেঙ্গল ফিন্যান্সিয়াল কর্পোরেশনে কর্মখালি। সম্প্রতি সংস্থার তরফে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শূন্যপদ একটি।
অফিসার অন স্পেশ্যাল ডিউটি পদে কর্মী নিয়োগ করা হবে। শুধুমাত্র অবসরপ্রাপ্ত কর্মীরা আবেদন করতে পারবেন। সে ক্ষেত্রেও স্নাতক যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। পাশাপাশি, তাঁদের কোনও ফিন্যান্সিয়াল ইনস্টিটিউট, ব্যাঙ্ক কিংবা সমতুল্য প্রতিষ্ঠানে ডেপুটি জেনারেল ম্যানেজার পদে অন্তত পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। প্রার্থীর বয়স ৬০ থেকে ৬২ বছরের মধ্যে হতে হবে। নিযুক্ত ব্যক্তিকে এক বছরের চুক্তিতে কাজ করতে হবে। তাঁর জন্য প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ৬০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
প্রথমে ওয়েস্ট বেঙ্গল ফিন্যান্সিয়াল কর্পোরেশনের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১২ মার্চ ’২৫। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ওয়েস্ট বেঙ্গল ফিন্যান্সিয়াল কর্পোরেশনের ওয়েবসাইটটি দেখতে পারেন।