রাজ্য সরকারের খাদ্য ও সরবরাহ বিভাগের তরফে চাকরির সুযোগ। সম্প্রতি এই মর্মে রাজ্যর খাদ্য দফতরের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে। কলকাতা-সহ রাজ্যের প্রায় সমস্ত জেলাতেই মিলবে এই কাজের সুযোগ। যদিও এই নিয়োগ চুক্তির ভিত্তিতে করা হবে। মোট শূন্যপদ রয়েছে ২৬টি। প্রতি মাসে ১৬ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। ভারতের নাগরিকত্বের পরিচয়পত্র থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। প্রার্থীর বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক স্তরের নম্বরের মেধা ভিত্তিতে নিয়োগ করা হবে।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
প্রথমে রাজ্য সরকারের খাদ্য ও সরবরাহ বিভাগের প্রশাসনিক ওয়েবসাইটে (https://food.wb.gov.in/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে যেতে হবে ‘রিক্রুটমেন্ট’-এ। সেখান থেকেই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন প্রার্থীরা। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ২০ জুন আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।