রাজ্য সরকারি দফতরে আধিকারিক পদে কর্মী প্রয়োজন। ওই কাজের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ সরবরাহ সংস্থার তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সংস্থার সিকিউরিটি বিভাগের স্পেশাল অফিসার পদে কর্মী প্রয়োজন। শূন্য়পদ দু’টি।
স্পেশ্যাল অফিসার (সিকিউরিটি) পদে নিযুক্তদের জন্য প্রতি মাসে ৫০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। নিযুক্তদের কর্মস্থল কল্যাণী এবং রায়গঞ্জের ট্রান্সমিশন জ়োনে হবে। প্রথমে চুক্তির ভিত্তিতে এক বছরের জন্য নিয়োগ হবে। এর পর নিযুক্তদের কাজের উপর নির্ভর করে এই মেয়াদ বাড়ানো হতে পারে।
আরও পড়ুন:
প্রার্থীদের বয়স ৬০ থেকে ৬২ বছরের মধ্যে হলেই আবেদন করতে পারবেন। পারিশ্রমিক ছাড়াও নিযুক্তদের অন্যান্য সুযোগসুবিধাও দেওয়া হবে। ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট বা সমতুল্য র্যাঙ্কে কাজ করেছেন এবং বর্তমানে অবসর গ্রহণ করেছেন, এমন প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।
আগ্রহীদের বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশিকা অনুযায়ী আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় ডাকযোগে পাঠাতে হবে। আবেদনের শেষ দিন ৩০ জুলাই। নিয়োগের শর্তাবলি সম্পর্কে আরও জানতে প্রার্থীদের সংস্থার ওয়েবসাইটটি (wbsetcl.in) দেখে নিতে হবে।