Advertisement
E-Paper

হেরিটেজ ম্যানেজমেন্ট নিয়ে উচ্চশিক্ষা! কোথায় কেমন চাকরির সুযোগ? বেতনকাঠামো কেমন?

দেশের বিভিন্ন গ্রাম, শহরের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে ঐতিহ্য। তা সংরক্ষণের উপায় বিশেষ বিষয়ের মাধ্যমে শেখার সুযোগ মেলে। কিন্তু পড়াশোনার পর কেরিয়ার গড়ার সুযোগ কেমন?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ ০৯:০১

ছবি: এআই।

রাজ্য তথা দেশের বিভিন্ন গ্রাম, শহরে ঐতিহ্যের প্রাচুর্য চোখে পড়ার মত। পুরনো স্থাপত্য, মহল, সংগ্রহশালার মতো জায়গাগুলিকে সংরক্ষণ এবং ব্যবস্থাপনার কাজকে গুরুত্ব দিচ্ছে সরকার। সেই কাজের জন্য বিশেষজ্ঞদের চাহিদাও বাড়ছে। কারা হতে পারেন এমন বিশেষজ্ঞ? কোন কোন ক্ষেত্রে চাকরির সুযোগ-ই বা কেমন?

পড়াশোনার সুযোগ:

হেরিটেজ ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করতে আগ্রহীরা স্নাতকে ইতিহাস, হেরিটেজ স্টাডিজ, ট্যুরিজ়ম অ্যান্ড কালচার, ফাইন আর্টস নিয়ে পড়তে পারেন। এ ছাড়াও ব্যাচেলর অফ ডিজ়াইন (বিডেজ়) এবং ব্যাচেলর অফ আর্কিটেকচার (বিআর্ক) নিয়ে যাঁরা স্নাতক স্তরে পড়াশোনা করছেন, তাঁরাও পরবর্তীতে হেরিটেজ ম্যানেজমেন্ট নিয়ে উচ্চশিক্ষার সুযোগ পেতে পারেন।

স্নাতকোত্তর স্তরে হেরিটেজ ম্যানেজমেন্ট ছাড়াও হেরিটেজ স্টাডিজ়, মিউজ়িয়োলজি, আর্ট হিস্ট্রি নিয়ে পড়াশোনা করেও বিশেষজ্ঞের দক্ষতা অর্জনের সুযোগ মেলে। এ ছাড়াও উল্লিখিত বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমাও করানো হয়।

কোথায় পড়ানো হয়?

ন্যাশনাল মিউজ়িয়াম ইনস্টিটিউট, যাদবপুর বিশ্ববিদ্যালয়, ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস-সহ বিভিন্ন ফাইন আর্টস কলেজগুলিতে এই বিষয়টি পড়ানো হয়ে থাকে। এ ছাড়াও বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকেও হেরিটেজ ম্যানেজমেন্ট কিংবা সমতুল্য বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে।

কী কী বিষয় শেখার সুযোগ রয়েছে?

বিভিন্ন স্মৃতিসৌধ, স্তম্ভ, স্থাপত্য, পুরনো বাড়ির রক্ষণাবেক্ষণের পদ্ধতি আলাদা। সেই সমস্ত বিষয় শেখার সুযোগ মেলে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে। এ ছাড়াও খননকার্যে উদ্ধার হওয়া ধ্বংসাবশেষ থেকে তথ্য সংগ্রহ এবং তা বিশ্লেষণ করার কৌশল শেখানো হয় পড়ুয়াদের।

কোন কোন পদে চাকরি পাবেন?

  • হেরিটেজ ম্যানেজমেন্ট বিষয়ে উচ্চশিক্ষিতদের হেরিটেজ ম্যানেজার,সাইট ম্যানেজার পদে নিয়োগ করা হয়ে থাকে। সংশ্লিষ্ট পদে নিযুক্তদের বিভিন্ন স্মৃতিসৌধ, স্তম্ভ, স্থাপত্য দেখভালের কাজটি করতে হয়। ওই পদে নিযুক্তেরা আর্কিয়োলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ইউনেস্কো-র বিভিন্ন হেরিটেজ কনজ়ারভেশন প্রজেক্টগুলিতে কাজের সুযোগ পেয়ে থাকেন।
  • হেরিটেজ কনজ়ারভেশন স্পেশ্যালিস্ট পদেও উল্লিখিত বিষয় বিশেষজ্ঞদের কাজের সুযোগ রয়েছে। ওই পদে নিযুক্তদের পুরনো বাড়ি, সৌধ রক্ষণাবেক্ষণ এবং সংরক্ষণের দায়িত্ব পালন করতে হয়। ইন্ডিয়ান ন্যাশনাল ট্রাস্ট অফ আর্ট অ্যান্ড কালচার হেরিটেজ, ন্যাশনাল রিসার্চ ল্যাবরেটরি ফর কনজ়ারভেশন অফ কালচার-এর তরফে ওই সমস্ত পদে কর্মী নিয়োগ করা হয়ে থাকে।
  • আরবান হেরিটেজ প্ল্যানার পদেও বর্তমানে হেরিটেজ ম্যানেজমেন্ট-এ বিশেষজ্ঞদের নিয়োগ করা হয়ে থাকে। তাঁরা বহুতল নির্মাণের নকশা তৈরি, পুরনো বাড়ির পুনর্নির্মাণের মতো কাজ করে থাকেন। মূলত বিভিন্ন বহুজাতিক নির্মাণ সংস্থা কিংবা কনসালটেন্সিগুলিতে ওই পদে কাজের সুযোগ পাওয়া যায়।
  • আর্কাইভিস্ট, ডকুমেন্টেশন স্পেশ্যালিস্ট পদেও হেরিটেজ ম্যানেজমেন্ট-এর পড়ুয়াদের নিয়োগ করা হয়ে থাকে। এই পদে নিযুক্তেরা ডিজিটাল আর্কাইভে তথ্য সংগ্রহ, ক্যাটালগিং-এর মতো কাজগুলি করে থাকেন। সরকারি ও বেসরকারি সংগ্রহশালা, গ্রন্থাগারের মতো সংস্থায় ওই পদে কর্মীদের চাহিদা রয়েছে।

বেতনকাঠামো:

স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নেরা চাকরির শুরুতে ২৫ হাজার টাকা থেকে ৪৫ হাজার টাকা বেতন হিসাবে পেয়ে থাকেন। পরে অভিজ্ঞতা এবং দক্ষতা বৃদ্ধির সঙ্গে বেতনকাঠামো ৫০,০০০-৯০,০০০ টাকা পর্যন্ত হতে পারে। বিদেশের কোনও সংস্থার প্রকল্পে যোগদান করতে পারলে প্রতি মাসে এক থেকে দু’লক্ষ টাকাও উপার্জনের সুযোগ পেতে পারেন।

Career After HS Heritage Site Heritage Management and Conservation
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy