কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রক অধীনস্থ বিভাগে কর্মখালি। অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেডের কলকাতার অফিসে নিয়োগ করা হবে। শূন্যপদ তিনটি।
আগ্রহীদের আইন, ম্যানেজমেন্ট, অর্থনীতি বিষয়ের মধ্যে যে কোনও একটি বিষয়ে কিংবা কলা বিভাগের যে কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন হতে হবে। এ ছাড়াও টেকনোলজি শাখার যে কোনও বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরাও আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের ন্যূনতম এক বছর টেকনিক্যাল এক্সপার্ট কিংবা ইয়ং প্রফেশনাল হিসাবে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
আরও পড়ুন:
প্রাথমিক ভাবে এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। কাজের মেয়াদ আরও এক বছরের জন্য বৃদ্ধি পেতে পারে। আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া আবশ্যক। প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ৬০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
আগ্রহীদের অনলাইনে একটি ফর্ম পূরণ করে আবেদন জমা দিতে হবে। সেই ফর্মের সঙ্গেই জীবনপঞ্জি, কর্মজীবনের শংসাপত্রের মতো নথি পাঠানো আবশ্যক। আবেদনের শেষ দিন ৩০ এপ্রিল। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।