Advertisement
E-Paper

২৬/১১-র জঙ্গিদের শাস্তি দেবেন ক্যাটরিনা

২০০৮ সালের ২৬ নভেম্বর নিঃসন্দেহে পৃথিবীর বুকে একটা কালো দিন! ওই দিন মুম্বইয়ে জঙ্গি হানায় প্রাণ গিয়েছিল অসংখ্য নিরপরাধের। এ বার, অপরাধীদের শাস্তি দেওয়ার ভার নিজের হাতে তুলে নিলেন ক্যাটরিনা কইফ। আর, ব্যাপারটা নিয়ে কথা বলার জন্য পাক্কা ৪ মাস পরে সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন তিনি!

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৫ ২১:১০

২০০৮ সালের ২৬ নভেম্বর নিঃসন্দেহে পৃথিবীর বুকে একটা কালো দিন! ওই দিন মুম্বইয়ে জঙ্গি হানায় প্রাণ গিয়েছিল অসংখ্য নিরপরাধের। এ বার, অপরাধীদের শাস্তি দেওয়ার ভার নিজের হাতে তুলে নিলেন ক্যাটরিনা কইফ। আর, ব্যাপারটা নিয়ে কথা বলার জন্য পাক্কা ৪ মাস পরে সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন তিনি!

বিষয়টা আসলে, নায়িকার নতুন ছবি ‘ফ্যান্টম’-এর সাংবাদিক বৈঠক। এস হুসেন জাইদি-র লেখা ‘মুম্বই অ্যাভেঞ্জার্স’-কে অবলম্বন করে ‘ফ্যান্টম’ ছবিটা বানিয়েছেন পরিচালক কবীর খান। বইয়ের কাহিনি ঘুরেছে ২৬/১১-র জঙ্গি হানা নিয়েই। কাহিনি অনুযায়ী, মুম্বইয়ে হানার পাঁচ বছর পরে এক অবসরপ্রাপ্ত আর্মি অফিসার ঘটনার প্রতিশোধ নিতে উদ্যোগী হয়। তার উদ্যোগে এক প্রশিক্ষণপ্রাপ্ত দল সারা পৃথিবী ঘুরে একে একে এই জঙ্গি হানার সঙ্গে জড়িয়ে থাকা অপরাধীদের হত্যা করে। ছবিতে এই কাহিনি কী ভাবে আবর্তিত হয়েছে, সে সব নিয়ে সাংবাদিকদের সঙ্গে শনিবার কথা বলবেন নায়িকা। জানাবেন, ছবিতে নিজের চরিত্র নিয়েও। আর জানাবেন, সইফ আলি খানের সঙ্গে কাজ করে কেমন লাগল ‘ফ্যান্টম’ ছবিতে!

‘ফ্যান্টম’ ছবির শুটিং-এ ব্যস্ত নায়িকা।

সব ঠিক আছে! কিন্তু তাও হাওয়ায় ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন। এতদিন কেন সাংবাদিকদের মুখোমুখি হননি নায়িকা? সেই কানের চলচ্চিত্র উৎসব আর তার আগে এক প্রসাধন সংস্থার বিজ্ঞাপন— ব্যস, তার পরে কেন উধাও হয়ে গেলেন তিনি?

সম্ভবত, সে কথাটাও শনিবারের বৈঠকে খুলে বলবেন নায়িকা। যদি মর্জি হয়, তবে মুখ খুলতে পারেন রণবীর কপূর আর তাঁর সম্পর্ক নিয়েও। ‘বজরঙ্গি ভাইজান’-এর সেটে সলমন খানের সঙ্গে দেখা হয়ে কেমন লাগল, সেটা আশা করা যায় বলবেনই। শোনা যাচ্ছে, কর্ণ জোহরের প্রযোজনায় ‘ইংলিশ ভিংলিশ’-এর পরিচালক গৌরী শিন্দের সঙ্গে একটা ছবি করতে চলেছেন, বলতে পারেন সেটার কথাও!

আর না বললে?

কী আর করা! নায়িকার মর্জি নিয়ে কী-ই বা বলার আছে!

ছবি: গেটি ইমেজেস।

26 11 Katrina Kaif Saif Ali Khan Phantom new film
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy