বাণিজ্য নগরীতে ঘোরাঘুরি অনেক হল। এ বার একঘেয়েমি কাটাতে চান খুদে নবাব। শোনা যাচ্ছে, স্বাদবদল করতে এ বার নাকি ছুটি কাটাতে বিদেশে পাড়ি দেবেন তৈমুর আলি খান পটৌডি। বি-টাউন সূত্রে খবর, লন্ডনই নাকি তৈমুরের প্রথম হলিডে ডেস্টিনেশন।
বিষয়টা খোলসা করা যাক। আসলে কিছু দিনের মধ্যেই নতুন একটি বিজ্ঞাপনের কাজে হাত দেবেন করিনা। সম্প্রতি একটি আন্তর্জাতিক লাক্সারি ঘড়ির কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সেই কোম্পানির বিজ্ঞাপনের শুটিং হবে লন্ডনে। জুনের শেষ সপ্তাহেই সম্ভবত এই বিজ্ঞাপনের কাজে বিদেশে উড়ে যেতে হবে তাঁকে। কিন্তু করিনার ঘনিষ্ঠ সূত্রে খবর, মাত্র পাঁচ মাসের ছেলে তৈমুরকে এখন মোটেই কাছছাড়া করতে রাজি নন বেবো। আর সেই জন্যই এ বার বেগম করিনার ‘সফর সঙ্গী’ হতে চলেছে খুদে তৈমুর।
আরও পড়ুন: মেয়েটিকে আপনি চেনেন, কে বলুন তো?