এ বার সলমন খানের কাঁধে আরও বড় দায়িত্ব। বর্তমানে ‘বিগ বস্ ১৯’-এর সঞ্চালনা করছেন তিনি। সেরে এলেন ‘দ্য ব্যাং টুর’। পাশাপাশি তাঁর মাথায় ঝুলছে মৃত্যুর খাঁড়া। এই সব সামলে আর কোন দায়িত্ব নিলেন সলমন?
‘দবং’, ‘দবং ২’, ‘দবং ৩’— তিনটি ছবিই বক্স অফিসে আলোড়ন ফেলেছিল। এর মধ্যেই প্রথম ‘দবং’ ছবির পরিচালক অভিনব কাশ্যপের সঙ্গে সম্পর্ক খারাপ হয় সলমনের। ভাইজানকে ‘অপরাধী’ বলেও আক্রমণ করেছেন অভিনব। তাই ‘দবং ৪’ পরিচালনা কে করবেন? সেই প্রশ্ন উঠছে বার বার। শোনা যাচ্ছে, সলমন খান নিজেই নাকি এই ছবির পরিচালনা করবেন।
বলিউডের এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই ছবির শুটিং শুরু হবে আগামী বছর। চুলবুল পাণ্ডের ভূমিকায় ফের দেখা যাবে সলমনকেই। পাশাপাশি এই ছবির পরিচালনাও নাকি নিজেই করবেন তিনি। শোনা যাচ্ছে এমনই। তবে এখনও সলমন ও তাঁর সহযোগী দলের তরফ থেকে কোনও বিবৃতি প্রকাশিত হয়নি।
আরও পড়ুন:
২০১০ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘দবং’। সোনাক্ষী সিন্হার প্রথম ছবি ছিল সেটি। বক্সঅফিসে আলোড়ন ফেলেছিল সেই ছবি। পরের দুটি ছবি যথাক্রমে পরিচালনা করেছিলেন আরবাজ় খান ও প্রভু দেবা।
সলমনের বিরুদ্ধে অভিনব কাশ্যপ নানা অভিযোগ এনেছিলেন। এমনকি আরবাজ় খানের সঙ্গে সলমনের ঝগড়া হত বলেও দাবি করেছিলেন তিনি। অভিনব বলেছিলেন, “আমার সামনে এক বার আরবাজ় ও সলমন খুব ঝগড়া করেছিল। সলমন বাসন ছুড়তে শুরু করেছিল। আমি খুব ভয় পেয়েছিলাম।” অভিনব এই দাবিও করেছিলেন যে, এমন এক দিন আসবে যে দিন সলমনকে তাঁর সামনে হাঁটু মুড়ে ভিক্ষা চাইতে হবে।