Advertisement
২০ জুন ২০২৪
Entertainment News

বন্ধুহীনতা, একাকীত্বর…‘এক্সচেঞ্জ অফার’?

শৌনক মিত্র ফ্রেমবন্দি করছেন ‘এক্সচেঞ্জ অফার’। সদ্য বারুইপুরে এর কিছু অংশের শুটিং হল।

ছবির শুটিংয়ের একটি মুহূর্ত।

ছবির শুটিংয়ের একটি মুহূর্ত।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৯ ১৭:২৬
Share: Save:

‘এক্সচেঞ্জ অফার’। অর্থাত্ পুরনোর বদলে নতুন জিনিস বদলে নেওয়ার সুযোগ। কিন্তু জিনিসের বদলে যদি তা হয়, বন্ধুহীনতা, একাকীত্ব…?

শৌনক মিত্র তেমনই এক গল্পকে ফ্রেমবন্দি করছেন তাঁর শর্ট ফিল্ম ‘এক্সচেঞ্জ অফার’-এ। সদ্য বারুইপুরে এর কিছু অংশের শুটিং হল।

কম্পিউটার, সোশ্যাল মিডিয়া, প্রযুক্তির উন্নতি অনেকটা বদলে দিয়েছে একটা প্রজন্মকে। চিত্রনাট্যে শিবকুমার ৭০ বছর বয়সী এক অবসরপ্রাপ্ত শিক্ষক। তাঁর জীবনে কোনও আশা নেই। একাকীত্ব গ্রাস করেছে। সময় কাটে প্রয়াত স্ত্রীর কথা ভেবে। অথবা ছেলের কম্পিউটারে সময় কাটান তিনি। কম্পিউটারটি ব্যবহার করার একমাত্র কারণ, সেটি ছেলে কোনও সময় ব্যবহার করত। ছেলে ঋষভ থাকেন ক্যালিফোর্নিয়ায়। বাবার সঙ্গে যোগাযোগের মাধ্যম ল্যান্ডফোন। মোবাইল থাকা সত্ত্বেও তা ব্যবহার করেন না শিবকুমার।

দেখুন, বিনোদনের নানা কুইজ

একদিন কবিতা লিখতে লিখতে খারাপ হয়ে যায় সেই কম্পিউটার। ছেলেকে জানান শিব। ছেলে নতুন ল্যাপটপ পাঠাতে চাইলেও রাজি হন না বাবা। তার পর?...

আরও পড়ুন, ৫০ বছরের জন্মদিনে ২৬ বছরের মেয়ের প্রেমে পড়লেন অজয়!

এ ছবির সংলাপ লিখেছেন বিনয় শুক্লা। বরুণ মুখোপাধ্যায় রয়েছেন ক্যামেরার দায়িত্বে। এম কে রায়না, সুরেন্দ্র রাজন, তাহির সাব্বির, আরিয়ান, রোশনি ভট্টাচার্যের মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ এই ছবি।

(কোন সিনেমা বক্স অফিস মাত করল, কোন ছবি মুখ থুবড়ে পড়ল - বক্স অফিসের সব খবর জানতে পড়ুন আমাদের বিনোদন বিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Celebrities Hindi Film Bollywood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE