শুটিং সেটে দীপিকা পাড়ুকোনের চাহিদার তালিকা লম্বা! এ বার সেই একই অভিযোগ উঠল রণবীর সিংহের বিরুদ্ধে। শুটিং করার আগে নাকি একাধিক চাহিদার শর্ত রাখেন অভিনেতা।
সম্প্রতি জানা গিয়েছে, শুটিং চলাকালীন অভিনেতা তিনটি ভ্যানিটি ভ্যানের দাবি করেন। বলিউডের এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যেখানেই শুটিং থাকুক, তিনটি ভ্যানিটি ভ্যান চান অভিনেতা। একটি ভ্যান ব্যক্তিগত কাজে ব্যবহার করেন তিনি। একটি জিম ভ্যান, অর্থাৎ সেখানে শরীরচর্চা করেন। আর একটি ভ্যান তিনি নিজের রন্ধনশিল্পীর জন্য রাখেন।
এক একটি ভ্যানের জন্য ১০-১৫ লক্ষ টাকা খরচ হয় বলে জানিয়েছেন সেই সূত্র। প্রায় একই রকমের অভিযোগ রয়েছে রণবীর-পত্নী তথা অভিনেত্রী দীপিকার বিরুদ্ধেও। প্রথমে সন্দীপ রেড্ডী বাঙ্গার ‘স্পিরিট’ ছবি থেকে বাদ পড়েন দীপিকা। কিছু দিন আগেই ‘কল্কি ২৮৯৮ এডি’র সিকুয়েল থেকেও বাদ পড়েছেন তিনি। প্রথম ছবির থেকে নাকি সিকুয়েলে ২৫ শতাংশ বেশি পারিশ্রমিক চেয়েছিলেন অভিনেত্রী। পাশাপাশি শর্ত ছিল, দিনে সাত ঘণ্টা শুটিং করবেন তিনি। সেই সঙ্গে পাঁচতারা হোটেলের পরিষেবা এবং গোটা সহযোগী দলের খাওয়াদাওয়ার খরচেরও দাবি করেন দীপিকা। প্রযোজনা সংস্থার তরফ থেকে পারিশ্রমিক ও খরচ বিবেচনা করার অনুরোধ জানানো হয়েছিল দীপিকাকে। কিন্তু অভিনেত্রী নাকি নিজের দাবিতে অনড় ছিলেন।
ঘনিষ্ঠ সূত্রের কথায়, “দীপিকার সহযোগীর দলে প্রায় ২৫ জন রয়েছেন। তাঁরা ওঁর সঙ্গে শুটিং সেটে আসেন। এঁদের প্রত্যেকের পাঁচতারা হোটেলে থাকা ও খাওয়ার খরচের দাবি করা হয়েছিল। পারিশ্রমিক দেওয়ার পরেও কেন একজন অভিনেত্রীর থাকা ও খাওয়ার খরচ একজন প্রযোজক বহন করবেন! হিন্দি ছবিতে প্রযোজকেরা প্রায়ই এই সমস্যার মুখোমুখি হন।”
কয়েক সপ্তাহ আগে এক সাক্ষাৎকারে এই একই সমস্যার কথা জানিয়েছিলেন আমির খানও। অভিনেতা বলেছিলেন, “একটা সময়ে এমনও দেখতাম যে, তারকাদের ব্যক্তিগত গাড়ির চালক, দেখাশোনা করার সহকারীর পারিশ্রমিকও দিতে হত প্রযোজকদের। এই বিষয়টা আমার খুবই অদ্ভুত লাগত।”