স্মৃতি মন্ধানার বিয়েতে পড়েছে বাধা। বিয়ের আসরে অসুস্থ হয়ে পড়েন ক্রিকেটতারকার বাবা। যার ফলে বিয়ে পিছিয়ে দেন স্মৃতি ও তাঁর হবু স্বামী পলাশ মুচ্ছল। আনন্দের আবহ মুহূর্তে বদলে যায়। এর মধ্যেই পলাশকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন এক মহিলা। পরিচালক ও গীতিকারের সঙ্গে ইনস্টাগ্রামে কথোপকথনের প্রতিচ্ছবি প্রকাশ্যে এনেছেন সেই মহিলা। প্রশ্ন উঠছে, পলাশ কি সম্পর্কে প্রতারণা করছেন?
ম্যারি ডি’কোস্টা নামে ওই মহিলার দাবি, পলাশ তাঁকে একটি হোটেলে একসঙ্গে সাঁতার কাটার জন্য ডেকেছিলেন। তখন ম্যারিই প্রশ্ন তোলেন, “তুমি তো একটা সম্পর্কে আছ?” সেই শুনে পলাশ বলেন, “কে বলেছে, সম্পর্কে থাকলে একসঙ্গে সাঁতার কাটা যায় না?” ওই প্রতিচ্ছবিতে দেখা যাচ্ছে, স্মৃতি মন্ধানার সঙ্গে ‘লং ডিসট্যান্স’ সম্পর্ক নিয়েও কথা বলেছেন পলাশ। ভিন্ন শহরে থাকার ফলে সম্পর্কে আগের মতো টান নেই, এমনও বলতে দেখা গিয়েছে স্মৃতি মন্ধানার হবু স্বামীকে।
আরও পড়ুন:
ম্যারি নামে ওই মহিলার সঙ্গে দেখা করার জন্য বেশ উদ্গ্রীব দেখা গিয়েছে পলাশকে। আশপাশের লোকজন চিনতে পারলে সমস্যা হতে পারে, এই আশঙ্কার কথাও বলেছিলেন ম্যারি। সেই বিষয়ে নিজেই আশ্বস্ত করেছিলেন পলাশ। এই স্ক্রিনশটগুলি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এই স্ক্রিনশটের নেপথ্যে কতটা সত্যতা রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি স্মৃতি বা পলাশ কেউই।
রবিবার বিয়ের আসরে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন স্মৃতির বাবা। তার আগে মেহেন্দি, গায়েহলুদ ও সঙ্গীত হয়ে গিয়েছিল। সঙ্গীত অনুষ্ঠানের বেশ কিছু মুহূর্ত ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমে। এর পরে সোমবার সকালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় পলাশকেও। যদিও প্রাথমিক চিকিৎসার পরে ছাড়া পান তিনি। এর পরেই সন্ধ্যা নাগাদ পলাশের দিদি পলক মুচ্ছল নিশ্চিত করেন যে স্মৃতির সঙ্গে তাঁর ভাইয়ের বিয়ে আপাতত স্থগিত রাখা হচ্ছে।