Advertisement
E-Paper

উদয়পুর পৌঁছে গেলেন আমির, মেয়ে ইরার বিয়েতে বলিউড থেকে থাকছেন কারা?

শুক্রবারই সপরিবার উদয়পুরে পৌঁছেছেন আমির খান। ৮ তারিখ সেখানেই বড় করে হবে মেয়ের বিয়ের অনুষ্ঠান, তার পর মুম্বইতে বৌভাত। বলিউড থেকে কারা কারা নিমন্ত্রণ পেলেন ইরার বিয়েতে?

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৪ ১৭:৩৫
Aamir Khan Landed at Udaipur for Ira and Nupur wedding, who are invited from Bollywood in reception

(বাঁ দিকে) মেয়ে এবং জামাইয়ের সঙ্গে আমির খান। আমির-কন্যা ইরা এবং নূপুর শিখর (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

সইসাবুদের বিয়ে নতুন বছরের শুরুতেই সেরেছেন আমির খান-কন্যা ইরা খান। শুধু সইসাবুদের বিয়ে নয়, নিয়মকানুন মেনে জমকালো বিয়ের আয়োজন করা হচ্ছে উদয়পুরে। শুক্রবারই সপরিবার উদয়পুরে পৌঁছেছেন আমির। আগামী ৬ তারিখ থেকে ৮ তারিখ পর্যন্ত বিয়ের নানা অনুষ্ঠান হবে সেখানকার বিলাসবহুল এক হোটেলে। তিন দিনের জন্য বুক করা হয়েছে হোটেল। একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। কোনও ফাঁক রাখতে চাইছেন না বাবা আমির। উদয়পুরে বিয়ে হলে আগামী ১৩ জানুয়ারি নীতা মুকেশ অম্বানী কালচারাল সেন্টারে হবে ইরার বৌভাতের অনুষ্ঠান। বলিউডের মিস্টার পারফেকশনিস্টের মেয়ের বিয়েতে বলিউড থেকে নিমন্ত্রণ পেলেন কারা কারা?

কয়েক দিন আগেই জানতে পারা যায়, নিজের বিয়েতে নাকি অতিথিদের কাছ থেকে কোনও উপহার গ্রহণ করতে রাজি নন ইরা। তাই বিয়েতে উপহার গ্রহণ করা নিয়ে বেশ কড়াকড়িও রয়েছে। উদয়পুরে প্রায় ২৫০ জন অতিথি নিয়ে ইরা-নূপুরের বিয়ের অনুষ্ঠান হবে। মুম্বইয়ে ফিরে কয়েক দিন পর হবে বৌভাতের অনুষ্ঠান। সেখানেই আমন্ত্রিত রয়েছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সলমন খান, করিনা কপূর, রাজকুমার হিরানি, অক্ষয় কুমার, প্রসূন যোশী-সহ বলিউডের একধিক তারকা। এ ছাড়াও নিমন্ত্রিত রয়েছেন গোটা অম্বানী পরিবার। এমনিতেই সাদামাঠা জীবনযাপনে স্বচ্ছন্দ আমির, তবে মেয়ের বিয়েতে জাঁকজমকের কমতি রাখছেন না।

Ira Khan Nupur Shikhare Aamir Khan Bollywood Star Kid Bollywood Wedding
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy