Aamir Khan poses with Johnny Depp and Jackie Chan in Hainan Film Festival goes viral dgtl
চিনের আন্তর্জান্তিক ফিল্ম ফেস্টিভ্যালে জনি ডেপ, জ্যাকি চ্যানের সঙ্গে একই ফ্রেমে আমির খানও
আমির ভক্তদের খুশির পারদ আরও একটু চড়িয়ে দিল একটি ছবি। যে ছবিতে কিংবদন্তী অভিনেতা জনি ডেপ ও জ্যাকি চ্যানের সঙ্গে দেখা যাচ্ছে আমিরকেও। জনি ডেপের ইনস্টাগ্রাম থেকেই পোস্ট করা হয়েছে ছবিটি।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮ ২০:৪৭
এক মঞ্চে তারকারা।
চিনে তাঁর জনপ্রিয়তা ব্যাপক। তাঁর অভিনীত একের পর এক ছবি রীতিমত ঝড় তুলেছে চিনের বক্স অফিসে। ‘থ্রি ইডিয়টস’, ‘পিকে’ বা ‘দঙ্গল’-এর মতো ছবির কল্যানে আমির খান এখন বেশ পরিচিত মুখ সেই দেশেও। তাই সেই চিনেরই হাইনান আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে তাঁর অতিথি হিসিবে ডাক পাওয়ায় আশ্চর্য হওয়ার কিছু ছিলনা। কিন্তু আমির ভক্তদের খুশির পারদ আরও একটু চড়িয়ে দিল একটি ছবি। যে ছবিতে কিংবদন্তী অভিনেতা জনি ডেপ ও জ্যাকি চ্যানের সঙ্গে দেখা যাচ্ছে আমিরকেও। জনি ডেপের ইনস্টাগ্রাম থেকেই পোস্ট করা হয়েছে ছবিটি।
গত ১৬ ডিসেম্বর ছিল এই হাইনান ফিল্ম ফেস্টিভ্যালের সমাপ্তি অনুষ্ঠান। সেখানেই একত্রে দেখা যায় এই কিংবদন্তীদের।