গত ২৩ মে মেঘালয় থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন রাজা রঘুবংশী এবং তাঁর স্ত্রী সোনম। ১০ দিন পরে, ২ জুন চেরাপুঞ্জির জলপ্রপাতের ধার থেকে রাজার দেহ উদ্ধার করা হয়। এরও অনেক পরে উত্তরপ্রদেশের গাজ়িপুর থেকে গ্রেফতার করা হয় সোনমকে। মেঘালয় পুলিশ জানিয়েছিল, সোনম আত্মসমর্পণ করেছেন। রাজার খুনে তিনিই মূল অভিযুক্ত। শিলং জেলে এই মুহূর্তে বন্দি সোনম। এ বার এমনই এক ঘটনার কথা প্রকাশ্যে আসার পর শিউরে ওঠেন অনেকেই। এ বার এমন এক অপরাধ ঘরানার ছবি বানাতে চলেছে আমির খান!
আরও পড়ুন:
গত কয়েক বছর ধরে সে ভাবে সাফল্যের মুখ দেখেননি আমির। ‘ঠগস অফ হিন্দোস্তান’, ‘লাল সিংহ চড্ডা’ একের পর এক ছবি মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে। তার পরে দীর্ঘ বিরতিতে ছিলেন আমির খান। অবশেষে তাঁর ছবি ‘সিতারে জমিন পর’ মোটের উপর সাফল্য পেয়েছে। বেশ কয়েক বছর পর প্রশংসা পাচ্ছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’। এর মাঝেই বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি। এ বার সত্য ঘটনা অবলম্বনে ছবি তৈরি করবেন তিনি। মেঘালয় কাণ্ড, অর্থাৎ রাজা রঘুবংশী ও সোনম-এর ঘটনা নিয়ে নাকি বিশেষ আগ্রহ দেখাচ্ছেন আমির! এই ঘটনার উপর বিশদে খোঁজখবর রাখছেন! যদিও এই প্রসঙ্গে আমির সাফ বলেন, ‘‘একেবারে মিথ্যে কথা। এমন কোনও ছবি তৈরি করছি না। বুঝি না, এমন সব গল্প কারা ছড়ান।’’