Advertisement
২৫ এপ্রিল ২০২৪

আমিরের প্রশংসাই অনুপ্রেরণা বাঙালি চিত্রনাট্যকারের

নবীন চিত্রনাট্য লেখকের খোঁজে আয়োজিত হয়েছিল প্রতিযোগিতা। দেশের নানা প্রান্ত থেকে জমা পড়েছিল হাজার চারেক গল্প। সবের সঙ্গে লড়ে তারই মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছেন এ শহরের তরুণ বিপ্লব গোস্বামী। খোদ আমির খানের হাত থেকে পুরস্কার নিয়ে মাত্র দু’দিন হল শহরে ফিরেছেন তিনি। 

করমর্দন: পুরস্কারের মঞ্চে আমির খানের সঙ্গে বিপ্লব গোস্বামী। নিজস্ব চিত্র

করমর্দন: পুরস্কারের মঞ্চে আমির খানের সঙ্গে বিপ্লব গোস্বামী। নিজস্ব চিত্র

সুচন্দ্রা ঘটক
শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৮ ০১:৫৩
Share: Save:

আবারও বঙ্গের মুম্বই জয়!

নবীন চিত্রনাট্য লেখকের খোঁজে আয়োজিত হয়েছিল প্রতিযোগিতা। দেশের নানা প্রান্ত থেকে জমা পড়েছিল হাজার চারেক গল্প। সবের সঙ্গে লড়ে তারই মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছেন এ শহরের তরুণ বিপ্লব গোস্বামী। খোদ আমির খানের হাত থেকে পুরস্কার নিয়ে মাত্র দু’দিন হল শহরে ফিরেছেন তিনি।

২০০৪ সালে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের (এসআরএফটিআই) সম্পাদনা বিভাগের স্নাতক বিপ্লব ইতিমধ্যেই কাজ করেছেন কলকাতা এবং মুম্বইয়ের বিভিন্ন চলচ্চিত্র ও তথ্যচিত্রে। তিনি জানালেন, বেশ কিছু দিন ধরেই পরিকল্পনা করছিলেন, এ বার নিজের ছবি বানাবেন। সেই ভাবনা থেকেই বেশ কয়েকটি চিত্রনাট্যও লিখে ফেলেছিলেন তিনি। বৃহস্পতিবার বিপ্লব বলেন, ‘‘আমির খান, রাজকুমার হিরানি, অঞ্জুম রাজাবলি, জুহি চতুর্বেদির মতো বিচারকের তালিকা দেখে সুযোগটা ছাড়তে পারিনি। এঁদের মতো প্রতিভারা আমার চিত্রনাট্য পড়ে দেখবেন, সেটা ভেবেই এত উত্তেজনা হচ্ছিল, কী বলব!’’ তাই তৈরি কয়েকটি চিত্রনাট্যের মধ্যে থেকেই পছন্দের একটি ওই প্রতিযোগিতায় পাঠিয়ে দেন তিনি।

গোটা যাত্রাটা অবশ্য এতটা স্বপ্নের মতো ছিল না। বেশ কয়েক ধাপ পেরিয়ে তবে পৌঁছনো গিয়েছে বিজয় মঞ্চে। মোট পাঁচটি ধাপে প্রমাণ করতে হয়েছে প্রতিভা। শেষে চার হাজার জনের মধ্যে থেকে বেছে নেওয়া হয়েছে মাত্র পাঁচটি চিত্রনাট্য। সেখানে কেরলের ক্রিস্টো টমির ‘দ্য ফিউনেরল’-এর পরেই স্থান করে নিয়েছে বিপ্লবের ‘টু ব্রাইড্‌স’।

তবে পুরস্কারের চেক আর মুম্বইয়ে কাজের আমন্ত্রণ নিয়ে দফায় দফায় ফোনের চেয়েও গত সোমবার পুরস্কার প্রদানের মঞ্চে অনেক বড় প্রাপ্তি হয়েছে বছর চল্লিশের বিপ্লবের। তিনি বলছেন, ‘‘আমির খানের মতো অনুভূতিপ্রবণ মানুষ আমার চিত্রনাট্য নিয়ে আলোচনা করলেন। বারবার বলছিলেন, ‘বহোত অচ্ছা লগা’। শুনে সত্যিই নতুন কাজে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পেয়েছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

SRFTI Screenplay Writer Aamir Khan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE