Advertisement
২১ সেপ্টেম্বর ২০২৩
Entertainment News

২০০০ কোটি টাকার গণ্ডি পেরল দঙ্গল!

চিনে মুক্তি পাওয়ার পর থেকে তা যেন আর থামার নামই নিচ্ছে না। এ বার চিনের মাটিতেই নতুন রেকর্ড গড়ে ইতিহাস তৈরি করল দঙ্গল। ফোর্বসের রিপোর্ট অনুযায়ী, সারা বিশ্বের বক্স অফিসের গ্রস রোজগারে প্রথম ভারতীয় ছবি হিসাবে ২ হাজার কোটি টাকার গণ্ডি পেরিয়েছে দঙ্গল।

২০০০ কোটি পেরিয়ে নতুন রেকর্ড গড়ল দঙ্গল। ছবি: ফেসবুকের সৌজন্যে।

২০০০ কোটি পেরিয়ে নতুন রেকর্ড গড়ল দঙ্গল। ছবি: ফেসবুকের সৌজন্যে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৭ জুন ২০১৭ ১৭:৩৬
Share: Save:

ভারতে চলেছিল রমরমিয়ে। কিন্তু চিনের মাটিতে যেন বিজয় রথ ছুটিয়েছে আমির খানের দঙ্গল। চিনে মুক্তি পাওয়ার পর থেকে তা যেন আর থামার নামই নিচ্ছে না। এ বার চিনের মাটিতেই নতুন রেকর্ড গড়ে ইতিহাস তৈরি করল দঙ্গল। ফোর্বসের রিপোর্ট অনুযায়ী, সারা বিশ্বের বক্স অফিসের গ্রস রোজগারে প্রথম ভারতীয় ছবি হিসাবে ২ হাজার কোটি টাকার গণ্ডি পেরিয়েছে দঙ্গল। শুধুমাত্র গত সপ্তাহে চিনে দঙ্গলের রোজগার ২.৫ কোটি!

‘পিকে’ এবং ‘সুলতান’-এর রেকর্ড ভেঙে শুধু ভারতেই দঙ্গলের বক্স অফিসের রোজগার ছিল ৩৭৫ কোটি টাকা। চিন ছাড়া বিশ্বের বাকি সমস্ত দেশ মিলিয়ে রোজগার ছিল ৭৫০ কোটি টাকা। তবে দেশে ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’ মুক্তির পর অনেক পিছনে পড়ে গিয়েছিল দঙ্গলের সেই সব রেকর্ড। তবে দেশের বাইরে এখনও পর্যন্ত বক্স অফিসের দৌড়ে দঙ্গলকে হারাতে পারেনি কেউ।

আরও পড়ুন: দঙ্গলকে চ্যালেঞ্জ জানিয়ে চিনে মুক্তি পেতে চলেছে বাহুবলী ২

এর আগে ফোর্বস জানিয়েছিল, ইংরেজি ছাড়া বিশ্বের অন্যান্য ভাষার সিনেমায় আয়ের নিরিখে পঞ্চম স্থান দখল করেছে ‘দঙ্গল’।

• এই তালিকার প্রথমে রয়েছে ২০১৬-এ মুক্তিপ্রাপ্ত চিনা ছবি ‘দ্য মারমেড’। যার আয় ছিল ৫৫ কোটি ৩০ লক্ষ টাকা।

• দ্বিতীয় স্থানে ২০১২-এ মুক্তি পাওয়া ফরাসি ছবি ‘দ্য ইনটাচেবেলস ২। ৪২ কোটি ৭০ লক্ষ টাকা।

• ২০১৫। মুক্তি পেয়েছিল চিনা ছবি ‘মনস্টার হান্ট’। ৩৮ কোটি ৬০ লক্ষ টাকা আয় করে এই তালিকায় ছবিটি রয়েছে তৃতীয় স্থানে।

• জাপানি ছবি ‘ইয়োর নেম’ আয় করেছিল ৩৫ কোটি চার লক্ষ টাকা। ২০১৬-এ মুক্তি পাওয়া ছবিটি রয়েছে তালিকার চতুর্থ স্থানে।

• এখনও পর্যন্ত ৩০ কোটি এক লক্ষ টাকা আয় করে ‘দঙ্গল’ তালিকার পঞ্চম স্থানে রয়েছে।

তবে ১৭ সেপ্টেম্বরে ড্রাগনের দেশে মুক্তি পেতে চলেছে ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’। একসঙ্গে ৪০০০টি স্ক্রিনে মুক্তি পেতে চলেছে এই ছবি। অনেক সিনে বিশেষজ্ঞরাই মনে করছেন, হয়তো চিনে বাহুবলীর মুক্তির পরে বক্স অফিসের দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়তে পারেন আমির।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE