Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

০৬ ডিসেম্বর ২০২১ ই-পেপার

‘দঙ্গল’-এ এ কোন লুকে আমির!

নিজস্ব সংবাদদাতা
মুম্বই ২৬ জুলাই ২০১৬ ১৭:৩৯

‘দঙ্গল’-এর ফার্স্ট লুক রিলিজ করেছিল বেশ কিছু দিন আগেই। সেখানে মাসকুলার আমিরকে দেখে চমকেছিলেন সিনেপ্রেমীরা। এরপর রিলিজ করেছে ‘দঙ্গল’-এর পোস্টারও। সেখানে কাঁচা-পাকা চুলে সপরিবার আমির খানও ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছেন দর্শকদের মধ্যে। এ বার ফের বদলে ফেললেন নিজের লুক।

না! এই লুকে সিনেমায় দেখা যাবে না নায়ককে। কানে মাকরি, চোখে সুরমা লাগিয়ে রাফ অ্যান্ড টাফ লুকে ‘দঙ্গল’-এর প্রমোশনাল গানের জন্য শুটিং করলেন আমির। আর শুটিংয়ের পরেও নয়া লুকেই পাপারাৎজির কাছে ধরা দিলেন মিস্টার পারফেকশনিস্ট।

২০১১ সালে ‘দিল্লি বেলি’র জনপ্রিয় গান ‘আই হেট ইউ লাইক আই লভ ইউ-এর জন্য প্রথম প্রমোশনাল শুট করেছিলেন আমির। এরপর ফের ‘দঙ্গল’-এর প্রমোশনের জন্য গানের শুট করতে দেখা গেল তাঁকে। শুধু তাই নয়, এই গানের জন্য গত ২ সপ্তাহ ধরে রীতিমতো র‌্যাপিংয়ে ট্রেনিং নিয়েছেন মিস্টার খান। এই গানে তাঁকে একটি গানের তালে তালে র‌্যাপ করতেও দেখা যাবে।

Advertisementনতুন লুকে আমির

আরও পড়ুন: ‘কাবালি’র হিন্দি রিমেকে অভিনয় করবেন অমিতাভ?

আরও পড়ুন

Advertisement