Advertisement
E-Paper

মেসির অনুষ্ঠানেও দিল্লির দূষণ নিয়ে প্রতিবাদ দর্শকদের! মুখ্যমন্ত্রী পৌঁছোতেই স্লোগান উঠল ‘রেখা গুপ্ত হায় হায়’

সোমবার বিকেলে মেসির অনুষ্ঠান ছিল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। সেখানে তাঁকে স্বাগত জানান দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। রেখা মাঠে পৌঁছোতেই স্লোগান ওঠে গ্যালারির একাংশে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ ১০:৩১
(বাঁ দিক থেকে) রেখা গুপ্ত, লুইস সুয়ারেজ়, লিয়োনেল মেসি এবং জয় শাহ। সোমবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে।

(বাঁ দিক থেকে) রেখা গুপ্ত, লুইস সুয়ারেজ়, লিয়োনেল মেসি এবং জয় শাহ। সোমবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। ছবি: সংগৃহীত।

দিল্লিতে লিয়োনেল মেসির অনুষ্ঠান মোটের উপর নির্বিঘ্নে মিটলেও রাজধানী শহরের ক্রমবর্ধমান দূষণ নিয়ে প্রতিবাদ জানালেন দর্শকদের একাংশ। ‘মেসি-মেসি’ স্লোগান বদলে গেল ‘রেখা গুপ্ত হায় হায়’ স্লোগানে। সোমবার বিকেলে মেসির অনুষ্ঠান ছিল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। সেখানে তাঁকে স্বাগত জানান দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। রেখা মাঠে পৌঁছোতেই স্লোগান ওঠে গ্যালারির একাংশে।

দিল্লির আপ সরকারের প্রাক্তন মন্ত্রী তথা অরবিন্দ কেজরীওয়ালের দলের নেতা সৌরভ ভরদ্বাজ সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, কয়েক জন দর্শক ‘একিউআই-একিউআই’ বলে চিৎকার করছেন। আরও একটি ভিডিয়োয় দেখা যায়, মুখ্যমন্ত্রীর নামে হায় হায় স্লোগান দেওয়া হচ্ছে। (যদিও দু’টি ভিডিয়োরই সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। আপের কটাক্ষ, দিল্লির জন্য এটা আন্তর্জাতিক মানের লজ্জা!

দূষণের জেরে এমনিতেই দিল্লিতে ধোঁয়াশার আস্তরণ রয়েছে। শীতের মরসুমে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। জুড়েছে ঘন কুয়াশার চাদরও। দুইয়ের মিশ্রণে গত কয়েক দিনের ধারাবাহিকতা বজায় রেখে সোমবার সকালেও দিল্লিতে বাতাসের গুণমান সূচক (একিউআই) ছিল ৪৫০-এর উপরে। মঙ্গলবার সকালেও পরিস্থিতির হেরফের হয়নি। জাতীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (সিপিসিবি)-এর হিসাবে, একিউআই ৪০০-র উপরে উঠে গেলেই তা ‘ভয়ানক’।

এর আগে গত নভম্বর মাসে দিল্লির বায়ুদূষণের প্রতিবাদে ইন্ডিয়া গেটের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন দিল্লিবাসীদের একাংশ। যদিও গত ফেব্রুয়ারি মাসে আপকে হারিয়ে দিল্লিতে ক্ষমতায় আসা বিজেপির বক্তব্য, ২৭ বছরের ‘ভুল’ সহজে ঠিক করা সম্ভব নয়। দিল্লির বায়ুদূষণের জন্য কংগ্রেস এবং আপ শিবিরের দিকেই আঙুল তুলেছে পদ্মশিবির।

মুখ্যমন্ত্রী রেখা সোমবারের ঘটনা নিয়ে মুখ খোলেননি। তবে ইন্ডিয়া গেটের সামনে বিক্ষোভ প্রসঙ্গে তিনি বলেছিলেন, “বায়ুদূষণের সমস্যা নতুন নয়। বেশ কয়েক বছর ধরেই এটা চলছে।” তার পরেই বিক্ষোভকারীদের উদ্দেশে তিনি বলেছিলেন, “আপনারা আগে কেন প্রতিবাদ করেননি? আগের সরকার কী করেছিল?” একই সঙ্গে তাঁর সংযোজন, “২৭ বছরের সমস্যার সমাধান করতে অন্তত ২৭ মাস লাগবে।”

Lionel Messi Rekha Gupta Delhi Air pollution
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy