টি-টোয়েন্টি বিশ্বকাপের আর দু’মাসও বাকি নেই। বিশ্বকাপ শেষ হওয়ার পরেই শুরু হয়ে যাবে আইপিএল। মঙ্গলবার আবু ধাবিতে আইপিএলের নিলাম। তার আগেই জানা গিয়েছে আইপিএল কবে শুরু ও শেষ হবে।
৮ মার্চ শেষ হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ‘ক্রিকবাজ়’ জানিয়েছে, ২৬ মার্চ থেকে শুরু আইপিএলের আগামী মরসুম। ফাইনাল হবে ৩১ মে। অর্থাৎ, দু’মাসের বেশি সময় ধরে চলবে এই প্রতিযোগিতা।
রিপোর্টে আরও বলা হয়েছে, বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএলের উদ্বোধন হবে কি না তা এখনও ঠিক হয়নি। সাধারণত, যে দল চ্যাম্পিয়ন হয়, পরের বছর তাদের ঘরের মাঠে প্রতিযোগিতার উদ্বোধন হয়। কিন্তু গত বার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল জেতার পর উল্লাসের সময় চিন্নাস্বামীর বাইরে বিশৃঙ্খলায় পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়েছিল। তার পর থেকে সেখানে খেলা হয়নি। মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপও সেই মাঠ থেকে সরিয়ে দেওয়া হয়।
আরও পড়ুন:
সম্প্রতি জানা গিয়েছে, চিন্নাস্বামীতে আইপিএলের ম্যাচ হবে। কিন্তু উদ্বোধনে তারকা সমাবেশ হয়। ফলে নিরাপত্তাও বেশি থাকে। বেঙ্গালুরুতে উদ্বোধন হলে যাতে আবার কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সে দিকে খেয়াল রাখতে হবে। এখনও পর্যন্ত অবশ্য আইপিএলের সূচি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড কিছু বলেনি।
মঙ্গলবারের নিলামে প্রথমে ৩৫০ জনের নামার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে সংখ্যা বেড়েছে। আরও ১৯ জনের নাম যুক্ত হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন বাংলার রঞ্জি অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণও। ফলে সংখ্যাটা এখন ৩৬৯। আইপিএলের ১০ দল সর্বাধিক ৭৭ জন ক্রিকেটার কিনতে পারবে। নিলামে সবচেয়ে বেশি ৬৪ কোটি ৩০ লক্ষ টাকা নিয়ে নামবে কলকাতা নাইট রাইডার্স। ফলে সবচেয়ে বেশি নজরও থাকবে তাদের দিকে।