Advertisement
E-Paper

মঙ্গলবার আইপিএলের নিলামে ৩৫০ ক্রিকেটার! ১০ দলের কার হাতে কত টাকা, কোন দল ক’জনকে নিতে পারবে, নিয়ম কী?

এ বারও ভারতে হবে না আইপিএলের নিলাম। আবু ধাবিতে বসবে আসর। প্রতিযোগিতার ১০ দল মোট ৭৭ জন ক্রিকেটার কিনতে পারবে। তার জন্য নিলামে উঠবেন ৩৫০ ক্রিকেটার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ ১৪:১০
cricket

এ বারও আইপিএলের নিলাম সঞ্চালনা করবেন মল্লিকা সাগর। —ফাইল চিত্র।

২৪ ঘণ্টা পরেই শুরু আইপিএলের নিলাম। গত বার মেগা নিলামে ১০ ফ্র্যাঞ্চাইজ়ি দল গুছিয়ে নিয়েছিল। তাই এ বার শুধু ফাঁক ভরাটের পালা। তার আগে অবশ্য প্রতিটি দল ধরে রাখা ক্রিকেটারদের তালিকা জানিয়ে দিয়েছে। মঙ্গলবার আবু ধাবিতে বসবে এ বারের আসর। প্রতিযোগিতার ১০ দল মোট ৭৭ জন ক্রিকেটার কিনতে পারবে।

নিলামে ৩৫০ ক্রিকেটার

৭৭টি জায়গার জন্য নিলামে উঠবেন ৩৫০ ক্রিকেটার। এই ৩৫০ ক্রিকেটারের মধ্যে ভারতীয় দলে খেলা ১৬ জন রয়েছেন। বিদেশের বিভিন্ন জাতীয় দলে খেলা ৯৬ জন ক্রিকেটার নামছেন নিলামে। এ ছাড়া ২২৪ জন ঘরোয়া ভারতীয় ক্রিকেটার ও ১৪ জন ঘরোয়া বিদেশি ক্রিকেটারদেরও রাখা হয়েছে নিলামের তালিকায়।

কোন ক্যাটেগরিতে ক’জন ক্রিকেটার

এ বারের নিলামে মোট আটটি ক্যাটেগরিতে ক্রিকেটারদের ন্যূনতম মূল্য ভাগ করা হয়েছে। সবচেয়ে উপরের ক্যাটেগরিতে থাকা ক্রিকেটারদের ন্যূনতম মূল্য ২ কোটি টাকা। এই ক্যাটেগরিতে ৪০ জন ক্রিকেটার রয়েছেন। দ্বিতীয় ক্যাটেগরিতে রয়েছেন ৯ জন ক্রিকেটার। এই ক্যাটেগরির ন্যূনতম মূল্য ১ কোটি ৫০ লক্ষ। তৃতীয় থেকে অষ্টম ক্যাটেগরি পর্যন্ত ন্যূনতম মূল্য রাখা হয়েছে যথাক্রমে ১ কোটি ২৫ লক্ষ, ১ কোটি, ৭৫ লক্ষ, ৫০ লক্ষ, ৪০ লক্ষ ও ৩০ লক্ষ টাকা। তৃতীয় থেকে অষ্টম ক্যাটেগরিতে ক্রিকেটার রয়েছেন যথাক্রমে ৪, ১৭, ৪২, ৪, ৭ ও ২২৭ জন।

নজরে পাঁচটি সেট

নিলামে নজর থাকবে প্রথম পাঁচটি সেটের উপর। এই পাঁচটি সেটেই রয়েছেন প্রথম সারির ক্রিকেটারেরা। প্রথম সেটে রয়েছেন ব্যাটারেরা। তাঁরা হলেন— ডেভন কনওয়ে, জেক ফ্রেজ়ার ম্যাকগুর্ক, ক্যামেরন গ্রিন, সরফরাজ় খান, ডেভিড মিলার ও পৃথ্বী শ। দ্বিতীয় সেটে অলরাউন্ডারেরা। সেখানে জায়গা পেয়েছেন— গাস অ্যাটকিনসন, ওয়ানিন্দু হাসরঙ্গ, দীপক হুডা, বেঙ্কটেশ আয়ার, লিয়াম লিভিংস্টোন, উইয়ান মুল্ডার ও রাচিন রবীন্দ্র। তৃতীয় সেটে উইকেটরক্ষকদের রাখা হয়েছে। তাঁরা হলেন— ফিন অ্যালেন, জনি বেয়ারস্টো, শ্রীকর ভরত, কুইন্টন ডি’কক, বেন ডাকেট, রহমানুল্লা গুরবাজ় ও জেমি স্মিথ। চতুর্থ সেটে জোরে বোলারদের তালিকায় রয়েছেন— জেরাল্ড কোয়েৎজ়ি, আকাশদীপ, জেকব ডাফি, ফজলহক ফারুকি, ম্যাট হেনরি, স্পেনসার জনসন, শিবম মাভি, অনরিখ নোখিয়ে ও মাথিশা পাথিরানা। পঞ্চম সেটে রয়েছেন স্পিনারেরা। সেখানে জায়গা পেয়েছেন— রবি বিশ্নোই, রাহুল চহর, আকিল হোসেন, মুজিব উর রহমান ও মাহিশ থিকশানা।

কোন দলের কাছে কত টাকা

আইপিএলের ১০ দলের কাছে মোট ২৩৭ কোটি ৫৫ লক্ষ টাকা রয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি টাকা রয়েছে কলকাতা নাইট রাইডার্সের কাছে। নিলামে ৬৪ কোটি ৩০ লক্ষ টাকা নিয়ে নামবে কেকেআর। দ্বিতীয় স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। নিলামে ৪৩ কোটি ৪০ লক্ষ টাকা নিয়ে নামবে মহেন্দ্র সিংহ ধোনিদের দল। সানরাইজার্স হায়দরাবাদ ২৫ কোটি ৫০ লক্ষ, লখনউ সুপার জায়ান্টস ২২ কোটি ৯৫ লক্ষ, দিল্লি ক্যাপিটালস ২১ কোটি ৮০ লক্ষ, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১৬ কোটি ৪০ লক্ষ, রাজস্থান রয়্যালস ১৬ কোটি ৫ লক্ষ, গুজরাত টাইটান্স ১২ কোটি ৯০ লক্ষ ও পঞ্জাব কিংস ১১ কোটি ৫০ লক্ষ টাকা নিয়ে নিলামে নামবে। সবচেয়ে কম টাকা রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে। ২ কোটি ৭৫ লক্ষ টাকা নিয়ে নামবে পাঁচ বারের চ্যাম্পিয়নেরা।

কোন দলে ক’টা জায়গা বাকি

৭৭ জনের মধ্যে সবচেয়ে বেশি ১৩ জন ক্রিকেটার কিনতে পারবে কেকেআর। তার মধ্যে ৬ জন বিদেশি কিনতে পারবে তারা। ১০ জন ক্রিকেটার কেনার সুযোগ রয়েছে হায়দরাবাদের। তবে ২ জনের বেশি বিদেশি কিনতে পারবে না তারা। চেন্নাই কিনতে পারবে ৯ জন ক্রিকেটার। তার মধ্যে ৪ জন বিদেশির জায়গা বাকি। রাজস্থানও সর্বাধিক ৯ জনকে কিনতে পারবে। তবে মাত্র ১ জন বিদেশি কিনতে পারবে তারা।

সর্বাধিক ৮ জন ক্রিকেটার কিনতে পারবে দিল্লি ও বেঙ্গালুরু। তবে বিদেশি ক্রিকেটার বেশি বাকি দিল্লির। তারা ৫ বিদেশিকে কিনতে পারবে। সেখানে বেঙ্গালুরু কিনতে পারবে ২ বিদেশি। লখনউ সর্বাধিক ৬ ক্রিকেটার কিনতে পারবে। তার মধ্যে ৪ বিদেশির জায়গা বাকি। ৫ ক্রিকেটার কেনার সুযোগ রয়েছে গুজরাত ও মুম্বইয়ের। গুজরাত ৪ বিদেশি কিনতে পারবে। তবে মুম্বই ১ বিদেশির বেশি কিনতে পারবে না। সবচেয়ে কম ৪ ক্রিকেটার কেনার সুযোগ রয়েছে পঞ্জাবের। তার মধ্যে ২ জন বিদেশি।

নিলামের সম্প্রচার

মঙ্গলবার দুপুর ২:৩০ মিনিট থেকে হবে আইপিএলের নিলাম। সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

IPL Auction 2026 BCCI IPL
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy