Advertisement
E-Paper

দেখতে গেলেন আমির, তা হলে কি আরও অসুস্থ ঋষি?

আমির যে দেখা করতে গিয়েছিলেন সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নীতু।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৫২
অসুস্থতার পর ঋষির এ হেন চেহারা প্রকাশ্যে এসেছে।

অসুস্থতার পর ঋষির এ হেন চেহারা প্রকাশ্যে এসেছে।

দীর্ঘ দিন ধরে অসুস্থ বলিউড অভিনেতা ঋষি কপূর। চিকিত্সার জন্য গত সেপ্টেম্বর থেকে মার্কিন মুলুকে রয়েছেন তিনি। সঙ্গে রয়েছেন স্ত্রী নীতু কপূর। অসুস্থ এতটাই যে, মা কৃষ্ণা রাজ কপূরের প্রয়াণেও ঋষি মুম্বইয়ে ফিরতে পারেননি। আলিয়া ভট্ট বছরের শুরুটা কপূর পরিবারের সঙ্গে নিউ ইয়র্কে কাটিয়েছিলেন। অনুপম খের, প্রিয়ঙ্কা চোপড়ার মতো বলি তারকারা ইতিমধ্যেই দেখা করে এসেছেন ঋষির সঙ্গে। এ বার গেলেন আমির খান। আর তাতেই ঋষির অসুস্থতা নিয়ে ফের জল্পনা শুরু হয়েছে সিনে মহলে।

আমির যে দেখা করতে গিয়েছিলেন সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নীতু। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কত ঘণ্টা কারও সঙ্গে সময় কাটালাম, সেটা বড় কথা নয়। কতটা কোয়ালিটি টাইম দেওয়া গেল সেটাই বড়। আমির আমাদের এতটাই ভালবাসা, শ্রদ্ধা, সম্মান দিয়েছে…। ও সত্যিই সুপারস্টার।’

ঋষির ক্যানসারের সম্ভাবনা নিয়ে বলি পা়ডার জল্পনা নতুন নয়। নতুন বছরে নীতুর সোশ্যাল মিডিয়ায় দেওয়া বার্তায় তা আরও দৃঢ় হয়। নীতু লিখেছেন, ‘কর্কট যেন শুধুমাত্র রাশিচক্রেই সীমাবদ্ধ থাকে।’ যদিও এই সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছিলেন ঋষির ভাই রণধীর। তবুও অভিনেতার দীর্ঘ অসুস্থতা উদ্বেগ ছড়িয়েছে অনুরাগীদের মধ্যে।

আরও পড়ুন, রাজনৈতিক সিস্টেমকে প্রশ্নের মাসুল? আচমকা বন্ধ ‘ভবিষ্যতের ভূত’-এর প্রদর্শন

It’s not how many hours one spends with a person it’s how much u give in that time !!! Aamir gave so much n more Love Respect Warmth Laughter !! He is a true superstar ❤️💕🤗

A post shared by neetu Kapoor. Fightingfyt (@neetu54) on

(শাহরুখ, আমির, সলমান না অক্ষয়। কে করছেন বক্স অফিসে রাজ? দেখে নিন আমাদের বিনোদন বিভাগে।)

Rishi Kapoor Aamir Khan Bollywood Celebrities ঋষি কপূর Neetu আমির খান
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy