Advertisement
২২ মে ২০২৪

কোনও কিছুকে উপলক্ষ করে গুজব ছড়াতে চাইলে ছড়াতে পারেন: ‘পাঠান’ প্রসঙ্গে সরব অভয়

প্রযুক্তির কল্যাণে দ্রুত তথ্য পৌঁছে দেওয়া এখন কোনও ব্যাপার নয়। সে রকমই ভুল তথ্যও চোখের নিমেষে হাতে চলে আসে। কী বলছেন অভয়?

মুখ খুললেন অভিনেতা অভয় দেওল।  শিল্প নিয়ে এত হিংসা, ঘৃণার প্রচারের কি খুব প্রয়োজন আছে?

মুখ খুললেন অভিনেতা অভয় দেওল। শিল্প নিয়ে এত হিংসা, ঘৃণার প্রচারের কি খুব প্রয়োজন আছে? ফাইল চিত্র

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৩ ১৪:৩২
Share: Save:

‘পাঠান’ ছবিতে দীপিকা পাড়ুকোনের পোশাক-বিতর্ক পৌঁছে গিয়েছে রাজনীতির অন্দরমহলেও। বিকিনির গেরুয়া রং রীতিমতো আগুন জ্বালিয়ে দিয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। আপাতত সেন্সর বোর্ডের নির্দেশে কাঁচি চালিয়ে ‘শালীন’ করা হবে শাহরুখ খান অভিনীত ছবিটিকে, তার পর মুক্তি। সেই পরিস্থিতিতে মুখ খুললেন অভিনেতা অভয় দেওল। শিল্প নিয়ে এত হিংসা, ঘৃণার প্রচারের কি খুব প্রয়োজন আছে?

অভয়ের দাবি, “এটা অকল্পনীয় কিছু নয়। যদি আজ বিশ্বের দিকে তাকানো যায়, সর্বত্র মেরুকরণ চলছে। আপনি যদি কোনও বিষয়কে উপলক্ষ করে গুজব রটাতে চান, সহজেই তা করতে পারেন। আগেও হয়েছে এবং পরেও হবে।”

অভয় আরও জানান, প্রযুক্তির কল্যাণে দ্রুত তথ্য পৌঁছে দেওয়া এখন কোনও ব্যাপারই নয়। সে রকমই ভুল তথ্যও চোখের নিমেষে হাতে চলে আসে। অভয়ের কথায়, “মিডিয়া হোক কিংবা সমাজমাধ্যমের বিভিন্ন পেজ, মুখরোচক রটনা দর্শককে উস্কে চলে। সাধারণ মানুষও সেই ফাঁদে পা দেন। কিন্তু যদি আমার কথা বলি, আমিও কি বয়কট প্রবণতাকে মদত দেব? আমিও কি এতে বিশ্বাসী? না। এটা মারাত্মক ক্ষতিকর সংস্কৃতি। ভুল তথ্য ছড়ানোর থেকেও বিপজ্জনক। অন্ধকারে ডুবিয়ে দেওয়ার মতো।”

শীঘ্রই আসছে অভয়ের নতুন কাজ। নেটফ্লিক্স সিরিজ় ‘ট্রায়াল বাই ফায়ার’-এ দেখা যাবে তাঁকে। সেটি মুক্তি পাচ্ছে জানুয়ারির ১৩ তারিখ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE