Advertisement
E-Paper

শহরে কেবল দুষ্টু লোকের বাস! আমি বাঙালি হিসাবে গর্বিত, কলকাতাকে নিয়ে নয়: অভিজিৎ

“দায় প্রত্যেক শহরবাসীর। যারা টাটাকে সরাল, রাজ্যবাসী তাদেরই ভোট দিলেন। তাঁরাই সমস্যায় পড়েন, আবার মোমবাতিও জ্বালেন”, বললেন অভিজিৎ।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৪ ১৭:০০
Image Of Abhijeet Bhattacharya

গায়ক অভিজিৎ ভট্টাচার্য। ছবি: ফেসবুক।

মিঠুন চক্রবর্তীর ছবি মানেই কি অভিজিৎ ভট্টাচার্যের গাওয়া গান? পথিকৃৎ বসুর ‘শাস্ত্রী’ ছবির পর বৃহস্পতিবার তিনি রেকর্ড করলেন রাজ চক্রবর্তীর ‘সন্তান’ ছবির গান। দুটো ছবিতেই মিঠুনকে কেন্দ্রে রেখে গল্প আবর্তিত। দ্বিতীয় ছবির গানের সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়। খবর, শনিবার দ্বিতীয় গান রেকর্ডিং করবেন তাঁরা। সবিস্তার জানতে আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল তাঁর সঙ্গে। কথার শুরুতেই কলকাতার বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন গায়ক। বললেন, “আমরা ভাল আছি মুম্বইয়ে। ঈশ্বরকে ধন্যবাদ, কলকাতায় নেই!”

পাল্টা প্রশ্নও ছুড়েছেন, “কলকাতা ভাল থাকবে কেন?” সরাসরি তোপ দেগেছেন রাজ্যবাসীদের উপরেই। তাঁর কথায়, “এর আগে লাল সেলামওয়ালা এল, পুরো ইন্ডাস্ট্রিকে ভাগিয়ে দিল। এ বার যারা এল তারা টাটাকে তাড়িয়ে দিল। রাজ্যবাসী তাদেরই ভোট দিল!” তাঁর সাফ জবাব, “এর দায় প্রত্যেক শহরবাসীর। তাঁরাই ভোট দিয়ে নির্বাচিত করেন। তাঁরাই সমস্যায় পড়েন, আবার মোমবাতিও জ্বালেন।” এ-ও জানাতে ভোলেননি, বাংলা বরাবর কেন্দ্রের বিরোধিতা করে এসেছে। তাই এত খারাপ পরিস্থিতি। তাঁর দাবি, “আমি বাঙালি হিসাবে গর্বিত। কলকাতাকে নিয়ে নয়।” পাল্টা যুক্তি, “প্রতিভাবান বাঙালিরা তাই কলকাতার বাইরে থাকেন। শহরে কেবল দুষ্টু লোকের বাস!”

পাশাপাশি তিনি কথা বলেছেন গান নিয়েও। জানিয়েছেন, এই প্রথম মিঠুন চক্রবর্তীর ছবিতে গান গাইলেন। তা-ও আবার পর পর দুটো। মিঠুনের ঠোঁটে অভিজিতের গান, তাই রাজি? নাকি, রাজনৈতিক দিক থেকে উভয়েই সমমনস্ক বলে? এ বারও স্পষ্ট কথা বলেছেন গায়ক, “কোনও দিন কার ঠোঁটে গান যাবে, তাই নিয়ে মাথা ঘামাইনি।” উদাহরণ হিসাবে জানিয়েছেন ‘জোশ’ ছবির কথা। ছবির নায়ক শাহরুখ খান। কিন্তু গায়কের গাওয়া ‘মেরে খ্যালোঁ কে মলিকা’ গানটি ছিল পার্শ্ব অভিনেতা চন্দ্রচূড় সিংহের ঠোঁটে। গানটি এখনও প্রচণ্ড জনপ্রিয়। একই ভাবে রাজের ছবিতে তাঁর গান মিঠুনের ঠোঁটে থাকবে কি না জানেন না। যে গানটি রেকর্ড করেছেন, সেটি এক সুখী পরিবারের ছবি তুলে ধরবে।

Image Of Jeet Ganguly, Abhijeet Bhachattarya

রাজ চক্রবর্তীর ‘সন্তান’ ছবির গান রেকর্ডিংয়ে জিৎ গঙ্গোপাধ্যায়, অভিজিৎ ভট্টচার্য। ছবি: ফেসবুক।

সামনেই পুজো। এখনও পুজোর গান মানেই অভিজিতের ‘ঢাকের তালে কোমর দোলে’ নয়তো রাজ পরিচালিত পুজোর গান ‘এল যে মা’। এ বছর পুজোয় কোনও নতুন গান উপহার দিচ্ছেন শ্রোতাদের? মৃদু হেসে জবাব দিলেন, “যে দুটো গানের কথা বললেন সেই গান দুটো এখনও কেউ ছাপিয়ে যেতে পারেনি। আমিও চেষ্টা করিনি। প্রথমটি রবি কিনাগির ‘পরান যায় জ্বলিয়া রে’ ছবির। দুটো গানেরই সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়। আমি আর জিৎ এক হলে এ রকমই কিছু ঘটে।” আরও জানিয়েছেন, পথিকৃতের ছবিতে দুর্গাপুজোর আবহ রয়েছে। অভিজিতের গাওয়া গানটিও সেই মেজাজেই তৈরি। গায়কের মতে, “আমার শ্রোতারা এই বছর এই গানটিকে পুজোর গান হিসাবে শুনলে খুব ভাল লাগবে।”

RG Kar Medical College and Hospital Incident Abhijeet Bhattacharya Raj C Mithun Chakraborty
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy