Advertisement
E-Paper

বিচ্ছেদ-জল্পনার মাঝেই বড় মোড়! আবার জুটি বাঁধছেন ঐশ্বর্যা-অভিষেক?

এ বার নাকি নিন্দকদের মুখে ছাই দিয়ে ফের জুটি বাঁধতে চলেছেন বচ্চন দম্পতি। বি-টাউনে নতুন গুঞ্জন, ঐশ্বর্যা ও অভিষেক নাকি মণি রত্নমের ছবিতে জুটি বাঁধছেন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৪ ১৫:৪৭
Abhishek Bachchan and Aishwarya Rai Bachchan reportedly to work with Mani Ratnam

নিন্দকদের মুখে ছাই দিয়ে ফের একসঙ্গে ঐশ্বর্যা-অভিষেক? ছবি: সংগৃহীত।

অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চনের সম্পর্ক নাকি বিবাহবিচ্ছেদের দিকে গড়াচ্ছে। গত কয়েক দিন ধরে বলিউডে এই জল্পনাই জারি রয়েছে। কিন্তু এ বার নাকি নিন্দকদের মুখে ছাই দিয়ে ফের জুটি বাঁধতে চলেছেন বচ্চন দম্পতি! বি-টাউনে নতুন গুঞ্জন, ঐশ্বর্যা ও অভিষেক নাকি মণি রত্নমের ছবিতে জুটি বাঁধছেন। এই গুঞ্জন নতুন করে তাঁদের বিচ্ছেদ-জল্পনার মোড় ঘুরিয়ে দিয়েছে।

২০০৭ সালে ঠিক বিয়ের আগে মণি রত্নমের ছবি ‘গুরু’-তে জুটি বেঁধেছিলেন ঐশ্বর্যা-অভিষেক। দু’জনের রসায়নে মুগ্ধ হয়েছিল দর্শক। এর পরে ফের পরিচালকের ছবি ‘রাবণ’-এও একসঙ্গে অভিনয় করেন বচ্চন-দম্পতি। ২০১০ সালে মুক্তি পায় সেই ছবি। ১৪ বছর পরে ফের বচ্চন দম্পতির জন্য একটি চিত্রনাট্য খুঁজে পেয়েছেন মণি রত্নম। তবে এখনও এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি ঐশ্বর্যা বা অভিষেক কেউই।

‘গুরু’ ও ‘রাবণ’-এর আগে মণি রত্নমের ‘যুবা’-তেও অভিনয় করেছিলেন অভিষেক। সেই ছবিতে অবশ্য অভিষেকের সঙ্গে জুটি বেঁধেছিলেন রানি মুখোপাধ্যায়। মণি সম্পর্কে অভিষেক বলেছিলেন, “‘যুবা’ ছবির প্রস্তাব দিতেই আমাদের বাড়িতে প্রথম এসেছিলেন তিনি। যদিও আমি ভেবেছিলাম, বাবার (অমিতাভ বচ্চন) কাছে ছবির প্রস্তাব নিয়ে এসেছেন। যখন বুঝতে পারলাম, আমার জন্যই তিনি এসেছেন, আমি চমকে গিয়েছিলাম। যে কোনও অভিনেতাই মণির সঙ্গে কাজ করতে চান। তিনি আমাকে তিনটি ছবির জন্য যোগ্য মনে করেছেন বলে আমি সত্যি গর্ব বোধ করি।”

অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে একসঙ্গে প্রবেশ করেননি ঐশ্বর্যা ও অভিষেক। প্রথমে গোটা পরিবার নিয়ে বিয়ের আসরে আসেন অভিষেক। তার বেশ কিছু ক্ষণ পরে মেয়ে আরাধ্যাকে নিয়ে প্রবেশ করেন ঐশ্বর্যা। তখনই বিচ্ছেদের জল্পনা ঘনীভূত হতে শুরু করে। তবে বিয়ের অন্দরমহলে একসঙ্গে বসেছিলেন তারকা দম্পতি। বিচ্ছেদ-জল্পনার মাঝে ফের জুটি বাঁধার খবরে আনন্দিত তাঁদের অনুরাগীরা।

Aishwarya Rai Bachchan Abhishek Bachchan Mani ratnam Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy