নমস্কার, এক মিনিট! এই লাইনটার পরেই একটা হাড়হিম করা ঘটনা ঘটে যেত। কাঁধের ব্যাগ থেকে রিভলভার বার করে হাসিমুখে খুন করত বব বিশ্বাস। সুজয় ঘোষের ‘কহানি’র সেই ভয় ধরানো কনট্র্যাক্ট কিলারের গল্প নিয়েই কলকাতায় শুরু হয়ে গেল ‘বব বিশ্বাস’ ছবির শুটিং। শাশ্বত চট্টোপাধ্যায়ের বদলে এ বার বব বিশ্বাসের চরিত্রে অভিষেক বচ্চন। পরিচালনার দায়িত্বে সুজয়ের কন্যা দিয়া অন্নপূর্ণা ঘোষ। ছবির কাজে বুধবারই কলকাতায় এসে গিয়েছিলেন অভিষেক। এসেছেন চিত্রাঙ্গদা সিংহও।
শুক্রবার টালিগঞ্জ করুণাময়ীর কাছে এক হাসপাতালে ছিল প্রথম দিনের শুটিং। সকাল ছ’টা থেকেই হাসপাতাল চত্বরে পৌঁছে যায় ইউনিট। নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে অভিষেক বচ্চনের নাগাল পাওয়াই ভার। নির্মাতারা অভিষেকের লুক নিয়েও লুকোছাপা করছেন। বেশ অন্য রকম একটা লুক দেওয়া হয়েছে তাঁকে। চট করে দেখলে তিনি যে অভিষেক, তা বুঝতে সময় লাগবে। বাঁ দিকে সিঁথি করা উইগ, বড় চৌকো ফ্রেমের চশমা, বেল্ট আঁটা প্যান্টে ‘ইন’ করে পরা গাঢ় নীল ফুল স্লিভ শার্ট। ঈষৎ ভুঁড়িও বোঝা যাচ্ছে। এ দিন সকালে অভিষেক তাঁর লুকের একটা আভাস দিয়েছিলেন। মোটা ফ্রেমের চশমার সঙ্গে পুরনো আমলের ফ্লিপ ফোনের ছবি পোস্ট করেছিলেন অভিনেতা। সঙ্গে ক্যাপশন, ‘নমস্কার’।
লুকের পাশাপাশি গল্পেরও খানিক আভাস পাওয়া গিয়েছে। এ ছবিতে বব বিশ্বাসের বয়সে পাক ধরেছে। এখানে তাকে প্রাক্তন কনট্র্যাক্ট কিলার হিসেবেই দেখানো হবে বলে শোনা যাচ্ছে। ঘুণ ধরেছে যার স্মৃতিশক্তিতে। ‘কহানি মে টুইস্ট’ সেখানেও।