Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৬ জানুয়ারি ২০২২ ই-পেপার

ট্রোল সামলাতে সিদ্ধহস্ত অভিষেক

জুলাইয়ে অমিতাভ বচ্চন করোনায় আক্রান্ত হলে অভিষেককে তা হলে ‘কে খাওয়াবেন’ সেই প্রশ্নও ছুড়ে দেন এক নেটিজ়েন। অভিষেকের তখন জবাব ছিল, ‘‘আপাতত আম

০২ অক্টোবর ২০২০ ০০:০১
অভিষেক

অভিষেক

সোশ্যাল মিডিয়ায় মাঝেমাঝেই ট্রোলড হন অভিষেক বচ্চন, কিন্তু তা সামলাতেও তিনি পারদর্শী। দিনকয়েক আগে প্রাচী দেশাইয়ের চেয়ে তাঁর ফলোয়ারের সংখ্যা বেশি বলে কটাক্ষ করেন এক নেটিজ়েন। উত্তরে প্রাচীর প্রশংসায় অভিষেক বলেছিলেন যে, অভিনয় প্রতিভা দেখাতে সোশ্যাল মিডিয়ার দরকার নেই প্রাচীর।

সম্প্রতি সিনেমা হল খুলে যাওয়ার ঘোষণায় খুশি হয়ে পোস্ট করেন অভিষেক। সেখানেও একজন তাঁকে ট্রোল করেছে, ‘‘হল খুললেও আপনি জবলেস!’’ সে ট্রোলও সুন্দর সামলেছেন অভিনেতা, ‘‘হায়! তা আপনার হাতে। আপনারা আমাদের কাজ পছন্দ না করলে আমরা কাজ পাব না। তাই সেরাটা দেওয়ার চেষ্টা করি।’’ এর আগেও কাজ নিয়ে ট্রোলড হয়েছেন তিনি। জুলাইয়ে অমিতাভ বচ্চন করোনায় আক্রান্ত হলে অভিষেককে তা হলে ‘কে খাওয়াবেন’ সেই প্রশ্নও ছুড়ে দেন এক নেটিজ়েন। অভিষেকের তখন জবাব ছিল, ‘‘আপাতত আমরা বাবা-ছেলেতে হাসপাতালে শুয়ে-শুয়ে নিজে হাতেই খাচ্ছি।’’ সেখানে আর একজনের কমেন্ট ছিল, সকলের এ রকম শুয়ে-শুয়ে খাওয়ার সৌভাগ্য হয় না। সে ট্রোলও স্পষ্ট কথায় সামলান অভিষেক, ‘‘প্রার্থনা করি, আমাদের মতো পরিস্থিতিতে আপনাকে যেন থাকতেও না হয়।’’

Advertisement

আরও পড়ুন

Advertisement