Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Abir Chatterjee

ছোট পর্দায় নন-ফিকশনে ডেবিউ আবীরের

লকডাউনের মধ্যেই নন ফিকশনের প্রস্তাব এসেছিল। শুনেই রাজি হয়ে গিয়েছিলেন আবীর।

নিজস্ব সংবাদপত্র
কলকাতা শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২০ ০০:১৬
Share: Save:

ছোট পর্দায় নন ফিকশনে ডেবিউ করলেন অভিনেতা আবীর চট্টোপাধ্যায়। রিয়্যালিটি শো ‘সারেগামাপা ২০২০’-র সঞ্চালক হলেন তিনি। অভিনেতা বললেন, ‘‘ছোট পর্দায় কামব্যাক নয় বরং এটাকে নন ফিকশনে ডেবিউ বলব। মনে হচ্ছিল, দীর্ঘ দিন পরে ক্যামেরার মুখোমুখি হচ্ছি।’’ লকডাউনের মধ্যেই তাঁর কাছে নন ফিকশনের প্রস্তাব আসে। শুনেই রাজি হয়ে গিয়েছিলেন আবীর, ‘‘সারেগামাপা-র মতো জনপ্রিয় শোয়ের অ্যাঙ্কর হিসেবে আরও বেশি দর্শকের কাছে পৌঁছনোর এর চেয়ে বড় সুযোগ আর কি হতে পারে!’’ এর আগে এই শোয়ের সঞ্চালক হিসেবে যিশু সেনগুপ্ত দর্শকের ভালবাসা কুড়িয়েছেন দীর্ঘ দিন ধরে। তাঁর জায়গায় এসে কি বাড়তি চাপ অনুভব করছেন? ‘‘যিশু আর আমি একসঙ্গে বহু অ্যাওয়ার্ড শোয়ের অ্যাঙ্করিং করেছি। এই প্রস্তাবটা পেয়েই যিশুর সঙ্গে যোগাযোগ করেছিলাম। আমরা কিন্তু পরস্পরের প্রতিদ্বন্দ্বী নই। বরং ওর কাছ থেকেই টিপস নেব সময়-সুযোগ বুঝে, বলে রেখেছি,’’ সোজাসাপটা আবীর। প্রোমো শুট হয়ে গেলেও শোনা যাচ্ছে, শোয়ের শুটিং শুরু হবে আগামী মাসে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Abir Chatterjee Small screen
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE