তিনি বেশ দায়িত্ববান বাবা। আর ছোট ছেলে তাঁর জীবনে আসার পর থেকে তো যেন এক অন্য মানুষ। তিনি শাহরুখ খান। সম্প্রতি এক সাক্ষাত্কারে বলি বাদশা জানিয়েছেন, আব্রাম তাঁর জীবনে আসার পর থেকে অনেক বেশি দয়ালু হয়ে গিয়েছেন তিনি। আরও বেশি ক্ষমা করতে শিখেছেন। তাঁর সিনেম্যাটিক জার্নিও নাকি আব্রামের মতোই নিষ্পাপ ও সুন্দর।
শাহরুখের কথায়, ‘‘আমি এটা বলতে চাইছি না যে, আগে অন্যরকম ছিলাম। কিন্তু আব্রাম আসার পর আরও বেশি বুঝতে শিখেছি। প্রত্যেকটা মানুষ আলাদা। তাঁদের চাহিদা আলাদা। সকলের নিজস্ব স্পেস থাকে।’’