বিতর্কে বাংলাদেশের অভিনেত্রী নুসরত ফারিয়া। নায়িকাকে জেল হেফাজতে রাখার সিদ্ধান্ত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের। দুই বাংলার জনপ্রিয় মুখ তিনি। কলকাতার অনেক ছবিতেই কাজ করেছেন নায়িকা। নুসরতের বিরুদ্ধে উঠেছে খুনের চেষ্টার অভিযোগ। রবিবার, ঢাকা বিমানবন্দরের অভিবাসন চেকপোস্টে তাঁকে আটক করে পুলিশ। তাঁর বিরুদ্ধে ঢাকা শহরের ভাটারা থানায় একটি মামলা দায়ের হয়েছিল। সেই মামলার ভিত্তিতেই তাঁকে আটক করা হয়।
আরও পড়ুন:
বাংলাদেশি সংবাদমাধ্যম ‘প্রথম আলো’র প্রতিবেদন অনুযায়ী, নুসরতকে প্রথমে থানায় নিয়ে যাওয়া হলেও পরে তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠানো হয়েছে। সোমবার তাঁকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। ‘প্রথম আলো’ সূত্রে জানা গিয়েছে, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি ওমর ফারুক ফারুকি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সংবাদমাধ্যমের উদ্দেশে বলেন, “ভাটারা থানায় নুসরতের বিরুদ্ধে যে হত্যাচেষ্টার মামলা করা হয়েছিল, তার প্রেক্ষিতে নায়িকাকে সংশোধনাগারে আটক রাখার আবেদন করা হয়। উভয় পক্ষের সওয়ালের পর আদালত তাঁকে জেল হেফাজতে পাঠানোর আদেশ দেয়। সকালে অভিনেত্রীকে আদালতে হাজির করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।”
গত বছর জুলাই মাসে গণ-অভ্যুত্থানের সময়ে নুসরতের বিরুদ্ধে হত্যার চেষ্টার অভিযোগ ওঠে। ২০১৫ সালে অভিনয়ের সফর শুরু নুসরতের। বাংলাদেশের পাশাপাশি এ পার বাংলাতেও অতিপরিচিত মুখ তিনি। ‘হিরো ৪২০’, ‘বাদশাহ দ্য ডন’, ‘বস ২’, ‘ইনস্পেক্টর নটি কে’, ‘বিবাহ অভিযান’, ‘আবার বিবাহ অভিযান’-এর মতো ছবিতে অভিনয় করেছেন। জিতের সঙ্গে তাঁর রসায়ন নিয়ে চর্চাও হয়েছে বিস্তর। ‘মুজিব: দ্য মেকিং অফ আ নেশন’ জীবনীচিত্রে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রেও অভিনয় করেছিলেন তিনি।