গুটখার বিজ্ঞাপন করে বিতর্কে জড়িয়েছেন একাধিক বার। ফের সেই প্রশ্ন উঠতেই তড়িঘড়ি পরিস্থিতি সামাল দিলেন অক্ষয় কুমার। প্রকাশ্যে গুটখা নিয়ে কী বললেন ‘খিলাড়ি’?
বর্তমানে নিজের ছবি ‘জলি এলএলবি ৩’-এর প্রচার নিয়ে ব্যস্ত অভিনেতা। ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন অরশদ ওয়ারসী। ছবির ঝলক প্রচারের অনুষ্ঠানে সম্প্রতি কানপুরে গিয়েছিলেন অক্ষয়। ছবির আলোচনার পাশাপাশি উঠে আসে পানমশলা ও গুটখার প্রসঙ্গ। সেই আলোচনাসভায় এক সাংবাদিক কানপুরের সঙ্গে গুটখার সংযোগ নিয়ে প্রশ্ন করেন। কেন কানপুর বললেই মানুষ গুটখার কথা বলেন, এই প্রশ্ন করেছিলেন তিনি। সঙ্গে সঙ্গে অক্ষয় বলেন, “গুটখা খাওয়া উচিত নয়।”
ফের সেই সাংবাদিক কিছু প্রশ্ন করার চেষ্টা করেন। পাশ থেকে আরও একজন গুটখার বিজ্ঞাপনের কথা বলে ওঠেন। অক্ষয় পরিস্থিতি অন্য দিকে যাওয়ার আগেই বলেন, “এটা আমার সাক্ষাৎকার না কি তোমার! আমি তো বলছি, গুটখা খাওয়া উচিত নয়। ব্যস!” অক্ষয়ের এই মন্তব্য সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তে সময় লাগেনি। সঙ্গে সঙ্গে নেটাগরিক মনে করিয়ে দেন, তাঁর পানমশলার বিজ্ঞাপনের কথা। ২০২৩ সালের ডিসেম্বরে পানমশলার বিজ্ঞাপনের মুখ হওয়ার জন্য কেন্দ্রের নোটিস পেয়েছিলেন অক্ষয়, শাহরুখ খান ও অজয় দেবগন। কটাক্ষের শিকার হয়ে সেই ব্র্যান্ডের প্রচার থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন অক্ষয়।
আরও পড়ুন:
উল্লেখ্য, কিছু দিন আগেই ‘জলি এলএলবি ৩’-কে নিয়ে আইনি গেরোয় পড়েছিলেন অক্ষয়। শুধু অক্ষয় ও অরশদ নয়, ছবির পরিচালক সুভাষ কপূরের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছিলেন এক আইনজীবী। তাঁর দাবি ছিল, ছবিতে এমন কিছু বিষয় দেখানো হয়েছে, যা দেশের বিচারব্যবস্থাকে অপমান করে। আদালতের কাজের ধরন নিয়ে ব্যঙ্গ করা হয়েছে বলেও তাঁর অভিযোগ। এক দৃশ্যে বিচারককে ‘মামা’ বলে ডাকা হচ্ছে। এই শব্দ নিয়ে আপত্তি জানিয়েছিলেন আইনজীবী।
প্রথম ‘জলি এলএলবি’ মুক্তি পেয়েছিল ২০১৩ সালে। বক্স অফিসে আলোড়ন ফেলেছিল সেই ছবি। এর পরের সিক্যুয়েল মুক্তি পায় ২০১৭ সালে। ‘জলি এলএলবি ৩’ মুক্তি পাবে ১৯ সেপ্টেম্বর।