Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৬ সেপ্টেম্বর ২০২১ ই-পেপার

নিভৃতবাসে রণবীর, ‘মিস করছি’ জানালেন আলিয়া

নিজস্ব প্রতিবেদন
কলকাতা ১২ মার্চ ২০২১ ১৮:০৯
লকডাউনে এক বাড়িতে, এক ছাদের নীচে ছিলেন যুগলে।

লকডাউনে এক বাড়িতে, এক ছাদের নীচে ছিলেন যুগলে।

অতিমারিও আলাদা করতে পারেনি তাঁদের। লকডাউনে এক বাড়িতে, এক ছাদের নীচে ছিলেন যুগলে। এক সঙ্গে ওঠা-বসা ছিলই। এক সেটে শ্যুটও করেছেন দু’জনে। অবশেষে সংক্রমণ সেই অনায়াস জীবনে বড় কাঁটা হয়ে দাঁড়ায়! করোনায় আক্রান্ত হতেই আলিয়া রণবীর বিচ্ছিন্ন।

১৫ মার্চ জন্মদিন অভিনেত্রীর। দুঃখ চেপে রাখতে না পেরে সমস্ত অনুভূতি তিনি ভাগ করে নিয়েছেন ইনস্টাগ্রামের পেজে। একটি ছবি শেয়ার করে ক্যাপশন আলিয়ার, ‘তোমার অভাব ভয়ঙ্কর ভাবে অনুভব করছি।’ ৩ ঘণ্টায় আলিয়ার বিরহে কাতর লক্ষাধিক নেটাগরিক!

খবর, ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শ্যুটিংয়েই সংক্রমিত হন রণবীর। ফলে, আবারও থমকে গিয়েছে অয়ন মুখোপাধ্যায়ের ছবির কাজ। আপাতত বাড়িতেই চিকিৎসা চলছে অভিনেতার। এই ছবির মুক্তি পাওয়ার কথা ছিল গত বছরের ৪ ডিসেম্বরে।

Advertisement


রণবীর ছাড়াও করোনা থাবা বসিয়েছে বলিউডের আরেক পরিচালক সঞ্জয় লীলা ভন্সালীর শরীরেও। পরীক্ষার ফল ইতিবাচক আসায় তিনিও রণবীরের মতোই নিভৃতাবাসে। দু’জনের সঙ্গেই টানা কাজ করেছেন ভট্ট পরিবারের ছোট মেয়ে। তাই সাবধানতা মেনে আলিয়াও নিজের বাড়িতে স্বেচ্ছ্বাবন্দি। অতিমারির জেরেই ভেস্তে গিয়েছে তাঁর জন্মদিনের উদযাপনও।

আরও পড়ুন

More from My Kolkata
Advertisement