Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Anirban Bhattacharya

Anirban Bhattacharya: আমি রাজনীতির শিকার! কোনও দিন দল করিনি, বললেন ‘বামপন্থী’ অনির্বাণ

অনির্বাণ ভট্টাচার্য বলেন, ‘‘আমি কোনওদিন বামপন্থী রাজনীতি করিনি। কলেজে কখনও এসএফআই করিনি। কোনও দেওয়াল লিখন লিখতে যাইনি।’’

অনির্বাণের প্রশ্ন, ‘‘আমার বামপন্থী সত্তা আছে, এটা কে বলল?’’

অনির্বাণের প্রশ্ন, ‘‘আমার বামপন্থী সত্তা আছে, এটা কে বলল?’’ ছবি: ফেসবুক থেকে

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২১ ১৭:০৬
Share: Save:

অভিনেতা-পরিচালক অনির্বাণ ভট্টাচার্য কি বামপন্থী? শনিবার আনন্দবাজার অনলাইনের লাইভ আড্ডায় এসে নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে কথা বললেন অনির্বাণ। বললেন,‘‘বামপন্থার সঙ্গে কোনও দিনই প্রত্যক্ষ যোগাযোগ ছিল না। বরং আমি রাজনীতির শিকার, এটা বলা যেতে পারে। গরিব, নীপিড়িত মানুষেরা যাতে ভাল থাকে, এটাই আমার রাজনীতি।’’ একই সঙ্গে তাঁর প্রশ্ন, ‘‘আমার বামপন্থী সত্তা আছে, এটা কে বলল?’’

নিজের রাজনৈতিক বোধ সম্পর্কে বলতে গিয়ে অনির্বাণ বলেন, ‘‘আমি কোনও দিন বামপন্থী রাজনীতি করিনি। কোনও দিন কোনও রাজনৈতিক চর্চায় থাকিনি। কলেজে কখনও এসএফআই করিনি। কোনও দেওয়াল লিখন লিখতে যাইনি। বামপন্থী রাজনৈতিক দলের সঙ্গে আমার কোনওদিন কোনও যোগাযোগ ছিল না। আমার বাবার বড়দা বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত। বাবা কোনও দিন রাজনীতি করেননি। আমি আমার বাবার মতো কোনও দিন রাজনীতি করিনি।’’

লাইভে এক দর্শকের প্রশ্ন ছিল, ‘রাজনৈতিক ভাবে সঠিক থাকার জন্য কি অনির্বাণ নিজের বামপন্থী সত্তা গোপন করেন?’ মন্দারের পরিচালক বলেন, ‘‘দিল্লির আমির আজিজের একটি কবিতা ‘সব ইয়াদ রাক্‌খা যায়ে গা’র বঙ্গানুবাদ করেছিলাম। নজরুল মঞ্চের একটি অনুষ্ঠানে আমি তা পাঠ করি। তার পর থেকে কিছু মানুষের মধ্যে অদম্য বিশ্বাস তৈরি হয়, আমি বামপন্থী।’’এই প্রেক্ষিতে অনির্বাণের মূল্যায়ন, ‘‘আমাদের সমাজে কী ভাবে মেরুকরণ হয়েছে ভাবুন, আমি একটা কবিতা বলেছি, যেখানে গোলাপের রং লাল, এই কথাটি রয়েছে। তা উচ্চারণ করেছি বলেই আমি বামপন্থী! এবং পলিটিক্যালি কারেক্ট থাকতে সেই সত্ত্বা লুকোতে চাইছি! আমি আসলে রাজনীতির শিকার!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Anirban Bhattacharya Politcs
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE