Advertisement
২৬ এপ্রিল ২০২৪

অভিনেতা অরুণ গুহঠাকুরতা প্রয়াত

সূত্রের খবর, করোনার উপসর্গ নিয়ে তিনি ভর্তি হয়েছিলেন এমআর বাঙুর হাসপাতালে। প্রবীণ শিল্পীর চিকিত্সার যাবতীয় ব্যবস্থা করেন মন্ত্রী অরূপ বিশ্বাস।

'বিসর্জন' ছবিতে অরুণ গুহঠাকুরতা

'বিসর্জন' ছবিতে অরুণ গুহঠাকুরতা

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ জুলাই ২০২০ ২০:২২
Share: Save:

বাংলা সিনেমার বর্ষীয়ান অভিনেতা অরুণ গুহঠাকুরতা প্রয়াত। এম আর বাঙুর হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানেই মঙ্গলবার দুপুরে মৃত্যু হয় টলিপাড়ার এই প্রবীণ অভিনেতার। বাংলা সিনেমার এই অভিনেতা, সহকারী পরিচালক তথা টেকনিশিয়ান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তবে লড়াই থেমে গেল হাসপাতালেই। বুদ্ধদেব দাশগুপ্ত থেকে কৌশিক গঙ্গোপাধ্যায়ের বেশ কয়েকটি ছবিতে দেখা গিয়েছিল তাঁকে।কৌশিকের ‘সিনেমাওয়ালা’, ‘বিসর্জন’, ‘জ্যেষ্ঠপুত্র’-র মতো ছবিতে অভিনয় করেছিলেন তিনি। কাজ করেছিলেন সুমন ঘোষের বসু পরিবার-এ, শৈবাল মিত্রের ছবিতেও। দীর্ঘদিন বু্দ্ধদেব দাশগুপ্তের সহকারী পরিচালক হিসাবে কাজ করেছেন অরুণ গুহঠাকুরতা। ‘মন্দ মেয়ের উপাখ্যান’, ‘কালপুরুষ’ যার অন্যতম।

সূত্রের খবর, করোনার উপসর্গ নিয়ে তিনি ভর্তি হয়েছিলেন এমআর বাঙুর হাসপাতালে। প্রবীণ শিল্পীর চিকিত্সার যাবতীয় ব্যবস্থা করেন মন্ত্রী অরূপ বিশ্বাস। সাহায্যের হাত বাড়ান পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, গৌতম ঘোষরাও। তবে শেষরক্ষা হল না। আজ দুপুর পৌনে ২টো নাগাদ মৃত্যু হয় অরুণ গুহঠাকুরতার। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শ্রদ্ধা জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী।

আরও পড়ুন- ঘরভর্তি ধোঁয়া, সবাই মিলে বসে মদ-সিগারেট খাচ্ছে, বেরিয়ে এলাম...: তুহিনা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE