সলমন খানকে নিয়ে নানা বিতর্ক রয়েছে বলিপাড়ার অন্দরে। একাংশ যেমন সলমনের নিন্দে-মন্দ করেন, আবার একাংশ রয়েছেন, যাঁরা সলমনের প্রশংসায় পঞ্চমুখ। এ বার সলমনের বিরুদ্ধে মুখ খুললেন তাঁর সহ-অভিনেতা অশোক সরাফ। হিন্দি সিনেমার অত্যন্ত জনপ্রিয় মুখ তিনি। একাধিক ছবিতে কখনও কমেডি চরিত্র, কখনও আবার তাঁকে দেখা গিয়েছে খলচরিত্রে। শাহরুখ খান থেকে সানি দেওল, সবার সঙ্গে কাজ করেছেন। তবে সলমনের সঙ্গে কাজের অভিজ্ঞতা সুখকর নয়। গলার কাছে এক বার ছুরি ধরেছিলেন সলমন! প্রাণনাশের ভয় পেয়েছিলেন অভিনেতা অশোক।
আরও পড়ুন:
‘করণ-অর্জুন’ ছবির একটি দৃশ্য়ে সলমন খান এবং অশোক সরাফ। ছবি: সংগৃহীত।
‘করণ-অর্জুন’ ছবিতে সলমনের সঙ্গে কাজ করেছেন অশোক। তার আগে ১৯৯২ সালে ‘জাগৃতি’ ছবির সেটের ঘটনা। নায়কের চরিত্রে সলমন, খলচরিত্রে অশোক। তাঁর গলার কাছে বড় একটা ছুরি ধরবেন নায়ক। একেবারে সত্যিকার ছুরি অশোকের গলার কাছে ধরেন সলমন। তাতেই গলা কেটে যায়, রক্ত বেরোতে থাকে। সলমনকে অনুরোধ করতে থাকেন আস্তে গলা ধরার জন্য। কিন্তু কথা কানে তোলেননি সলমন! অশোকের কথায়, ‘‘একটি বড় ছুরি গলায় চেপে ধরে। যখনই সংলাপ শুরু হয় ছুরির ধারের কারণে গলা কেটে যায়। আমি পালানোর চেষ্টা করি। ও জোর করে ধরে রাখে। বার বার বলি, আস্তে ধরো। আমার গলা কেটে গিয়েছে। তাতে সলমন বলল, আমি কী করব? তখন ছুরিটা উল্টো করে ধরতে বলি। কিন্তু ক্যামেরা আমাদের সামনে থাকায় ও ছুরি ওই কায়দায় ধরতে চায়নি।’’ যদিও এ ভাবেই গোটা সিনটা শেষ করা হয়। গলায় গভীর ক্ষত তৈরি হয় অশোকের। তবে তিনি এখন সন্দিহান, আদৌ সলমনের এই ঘটনা মনে আছে কি না!