Advertisement
E-Paper

রাগ মেটাতেই অপহরণ ও শ্লীলতাহানির ছক ধৃত অভিনেতার!

বয়ান শুনলে আপনার নয়ের দশকের সেমি-হিট বলিউড ফিল্মের কথা মনে পড়বে। কেরল পুলিশের দাবি, গল্পের শুরু ২০১৩ সালে। তখন অভিযুক্ত দিলীপ ও অভিযোগকারিনী মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রিতে একে অপরের সহকর্মী।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ জুলাই ২০১৭ ১৮:৪৭
কোচিতে আদালতের পথে ধৃত মালয়ালি সুপারস্টার দিলীপ। ছবি: পিটিআই।

কোচিতে আদালতের পথে ধৃত মালয়ালি সুপারস্টার দিলীপ। ছবি: পিটিআই।

ব্যক্তিগত সম্পর্কে নাক গলানোর বদলা নিতেই অভিনেত্রীকে অপহরণ ও শ্লীলতাহানির ছক কষেছিলেন মালয়ালম বিখ্যাত অভিনেতা দিলীপ। পুলিশি জেরায় এমনটাই জানিয়েছেন ওই সুপারস্টার।

কী এমন আক্রোশ, যা মেটাতে এমন ছক কষতে হল তাঁকে?

বয়ান শুনলে আপনার নয়ের দশকের সেমি-হিট বলিউড ফিল্মের কথা মনে পড়বে। কেরল পুলিশের দাবি, গল্পের শুরু ২০১৩ সালে। তখন অভিযুক্ত দিলীপ ও অভিযোগকারিনী মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রিতে একে অপরের সহকর্মী। সেই সময় একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়েছিলেন দু’জনেই। ওই অনুষ্ঠানমঞ্চের গ্রিনরুমে দিলীপকে অন্য এক অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেন ওই অভিনেত্রী। এই ঘটনার কথা দিলীপের তত্কালীন স্ত্রী তথা মালয়ালি অভিনেত্রী মঞ্জু ওয়্যারিওরকে জানিয়ে দেন তিনি। দিলীপের সঙ্গে সে দিন যাঁকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছিল, সেই কাব্য মাধবন এখন তাঁর বর্তমান স্ত্রী।

আরও পড়ুন, এক অভিনেত্রীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার এই অভিনেতা

ওই অভিনেত্রী তাঁর পরকীয়ার কথা স্ত্রীকে বলে দেওয়ায় তাঁকে ‘সবক’ শেখানোর পরিকল্পনা করেন দিলীপ। সেই মতো পুলসর সুনি নামে এক আন্ডারওয়ার্ল্ড ডনকে দেড় কোটি টাকার সুপারি দেন তিনি। সাজিয়ে ফেলা হয় অপহরণ ও শ্লীলতাহানির নাটক।

তবে মাঝে কেটে যায় তিন বছর। ২০১৬-র মার্চ-এপ্রিলে ফের পুলসর সুনির সঙ্গে যোগাযোগ করেন দিলীপ। আর তখনই অপহরণ ও শ্লীলতাহানির দিন ঠিক হয়। পুলিশ মনে করছে, ছক করার প্রায় তিন বছর পর শ্লীলতাহানির ঘটনা ঘটানোর পিছনেও নির্দিষ্ট কারণ ছিল দিলীপের। আসলে সঠিক সময়ের অপেক্ষায় ছিলেন তিনি। ২০১৬-তে ওই অভিনেত্রী বাগদত্তা হন। আর সেই সময়েই নিজের পরিকল্পনা চরিতার্থ করার উদ্যোগ নেন দিলীপ। সদ্য বাগদত্তা অভিনেত্রী আরও বেশি অপমানিত ও বিপদের মুখে পড়বেন বলে মনে করেছিলেন তিনি। পুলিশ জানতে পেরেছে, শ্লীলতাহানির ভিডিও তোলার সময় নাকি অভিনেত্রীর এনগেজমেন্ট রিং-এর ছবি তোলার জন্য বিশেষ নির্দেশও দিয়েছিলেন দিলীপ।

গত ১৭ ফেব্রুয়ারি কোচিতে গাড়ির মধ্যে অভিনেত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। এই ঘটনায় মূল অভিযুক্ত পুলসার সুনি ইতিমধ্যেই পুলিশের জালে। সোমবার দিলীপকেও গ্রেফতার করা হয়। ‘সল্লাপম’, ‘পঞ্জাবি হাউজ’, ‘উদয়াপূরম সুলথান’, ‘কল্যাণারমন’-এর মতো ব্লক-বাস্টার হিট ছবির অভিনেতা আপাতত ১৪ দিনের জেল হেফাজতে।

Dileep Actor Dileep Malayalam Actor Celebrities দিলীপ
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy