‘ফুলকি’, ‘জগদ্ধাত্রী’, ‘কুসুম’— গত এক বছর ধরে ছোটপর্দায় নতুন ধারা। মহিলাকেন্দ্রিক কাহিনি বলার চেষ্টা করছেন পরিচালক, প্রযোজনা সংস্থা এবং চ্যানেল কর্তৃপক্ষ। সমাজের কোনও সাধারণ মহিলাকে ‘সুপারউওম্যান’ হিসেবে ফুটিয়ে তোলাই এর পিছনে মুখ্য উদ্দেশ্য বলে মনে হয়েছে দর্শকের একাংশের। তবে নারীকেন্দ্রিক কাহিনির ভিড়ে অন্য স্বাদ এনেছে ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিকটি। শুরু হওয়ার কয়েক সপ্তাহের মধ্যে টিআরপি প্রতিযোগিতায় প্রথম স্থানে উঠে এসেছে এই কাহিনি। যদিও কোনও ধারাবাহিককে ‘নারীকেন্দ্রিক’ বা ‘পুরুষকেন্দ্রিক’ কাহিনি বলে দাগিয়ে দিতে রাজি নন কাহিনির নায়ক ইন্দ্রজিৎ বসু।
১৬ বছরের অভিনয়জীবন তাঁর। ‘রাশি’, ‘গোয়েন্দা গিন্নি’,‘ধ্রুবতারা’, ‘সাথী’-সহ বহু ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। এত বছর নায়ক হিসাবে ইন্ডাস্ট্রিতে টিকে আছেন, এটা বড় ব্যাপার বলে দাবি ইন্দ্রজিতের। গত ১০ বছরে বহু অভিনেতা এসেছেন। অনেকে আবার ভিড়ে হারিয়ে গিয়েছেন। অনেকেই স্বীকার করেন, হাড্ডাহাড্ডি লড়াইয়ে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা বড় ব্যাপার। তবে টিআরপির লড়াই নিয়ে ভাবতে রাজি নন ইন্দ্রজিৎ। তিনি মনে করেন, কাজই কথা বলে। তাই নম্বর নিয়ে ভেবে লাভ নেই। ইন্দ্রজিতের কথায়, “তথাকথিত ধারাবাহিকের মতো নয় আমাদের গল্প। এই ধারাবাহিকে সিনেমার ছোঁয়া পাবেন দর্শক। অ্যাকশন যেন উপরি পাওনা।”
আরও পড়ুন:
নারীকেন্দ্রিক ধারাবাহিকেও সমান গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেনে ইন্দ্রজিৎ। তাই তাঁর জীবনে কোনও আক্ষেপ নেই। তবে এত বছরে তাঁকে ছোটপর্দাতেই বেশি দেখেছেন দর্শক। ঝুলিতে ছবি বা ওয়েব সিরিজ় প্রায় নেই বললে চলে। ইন্দ্রজিৎ যোগ করেন, “একটি ধারাবাহিক শেষ হওয়ার পরে অনেকে কিছু দিনের বিরতি নেয়। নিজের ইচ্ছামতো কাজ করে। আমি সেই বিরতি পাইনি। একটা কাজ শেষ হওয়ার দশ দিনের মাথায় শুরু হয়ে গিয়েছে নতুন কাজ। তবে এটাতেও আমি খুশি।”