নিজেদের কাজ দর্শকের কাছে পৌঁছে দিতে অনেক ধরনের কৌশল বার করেন অভিনেতারা। যেমন কিছু দিন আগে ছড়িয়ে পড়েছিল অভিনেত্রী কাঞ্চনা মৈত্রর একটি ভিডিয়ো। যেখানে দেখা গিয়েছিল শিয়ালদহ স্টেশনের সামনে চেঁচাচ্ছেন তিনি। জড়ো হয়েছেন সাধারণ মানুষ। যেখানে এক ভদ্রলোক এবং মহিলার থেকে পাওনা টাকা আদায়ের জন্য জনসমক্ষে তাঁদের ‘হেনস্থা’ করছিলেন অভিনেত্রী। সবটাই ছিল আসন্ন ছবি ‘কপাল’-এর প্রচার কৌশল।
কিন্তু কেউ কেউ তা বুঝতে ভুল করেছেন। সমাজমাধ্যমের পাতায় কাঞ্চনার ভিডিয়ো নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অনেকেই। নেতিবাচক মন্তব্যে ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীকে। গরিবদের এ ভাবে হেনস্থা! তা মানতে রাজি নন অনেকে। না বুঝে দর্শকের একাংশের মনে খারাপ প্রভাব পড়েছে, তা ভেবে মন ভাল নেই অভিনেত্রীর।
আরও পড়ুন:
কাঞ্চনার কথায়, অনেকেই ভিডিয়োর কয়েক সেকেন্ড বাদ দিয়ে বাকি অংশটুকু পোস্ট করেছেন। তাতেই বোঝার ভুল হয়েছে। অভিনেত্রী বললেন, “ক্ষমা চাইছি। কাউকে আঘাত করতে চাইনি আমি। তবে যাঁরা আমায় ভালবাসায় ভরিয়েছেন তাঁদের কাছে আমি কৃতজ্ঞ। কিন্তু কোনও মানুষকে ছোট করার জন্য এই পরিকল্পনা করিনি আমরা।” পথনাটিকার মাধ্যমে নিজেদের ছবির কথা দর্শকের কাছে পৌঁছে দেওয়াই লক্ষ্য ছিল তাঁদের। কিন্তু সেই কৌশল যে ‘বুমেরাং’ হয়ে তাঁদের দিকে ঘুরে যাবে তা বুঝতে পারেননি কাঞ্চনা।