চোখে, মুখে ক্লান্তির ছাপ। শরীর ভাল নেই অভিনেত্রী রুক্মিণী মৈত্রের। কখনও পায়ে চোট, কখনও আবার কাজের ব্যস্ততায় অনিয়ম হওয়ায় খুবই ভুগতে হয়েছে। কয়েক মাস আগে অসুস্থতার জন্য হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল তাঁকে। আবারও অসুস্থ হয়ে পড়েছেন নায়িকা। কখনও বৃষ্টি, কখনও গরমে ইদানীং অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। রুক্মিণীরও একই অবস্থা। ১০২ জ্বর।
সমাজমাধ্যমের পাতায় নিজস্বী তুলে রুক্মিণী পোস্ট করে জানিয়েছেন, ‘ভাইরাল’ জ্বরে আক্রান্ত তিনি। ইন্ডাস্ট্রির অন্দরের আলোচনা, নায়িকা পাকাপাকি মুম্বইয়ে থাকছেন এখন। সেখানে নাকি ওয়ার্কশপ করছেন। এমনিতেও মডেলিং এবং বিভিন্ন বিজ্ঞাপনের কাজে বহু দিন তাঁকে কাটাতে হয় মায়ানগরীতে। সেখানেই এ বার জ্বরে কাবু অভিনেত্রী।
দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পুরনো ছবি ‘ধূমকেতু’র মুক্তির সময় থেকে রুক্মিণীকে আলোচনা বেড়েছে। দর্শকের একাংশের দাবি, দেব-শুভশ্রী জুটি আবার কাছাকাছি আসায় বিরক্ত নায়কের বিশেষ বান্ধবী। যদিও এ সব আলোচনাকে থামিয়ে দিয়েছেন তাঁরা নিজে।
‘ধূমকেতু’র প্রচার ঝলকের অনুষ্ঠানের পর শুভশ্রীর স্বামী, পরিচালক রাজ চক্রবর্তী এবং দেবের বান্ধবী রুক্মিণীকে নানা ভাবে আক্রমণ করেছিল দর্শক। সেই পরিস্থিতিকে সামাল দিতে প্রকাশ্যে রাজ, শুভশ্রী এবং রুক্মিণীর কাছে ক্ষমা চেয়ে নেন প্রযোজক দেব। যদিও সম্প্রতি একটি গয়নার দোকানের উদ্বোধনে এসে রুক্মিণী জানিয়েছেন, তাঁর কাছে ক্ষমা চাওয়ার কোনও দরকার নেই দেবের। স্পষ্ট করেছিলেন বাইরে যা আলোচনাই হোক না কেন, নায়কের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কে কোনও প্রভাব পড়েনি অভিনেত্রীর। ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’-এর পর আরও কোনও ছবিতে দেখা যায়নি অভিনেত্রীকে। শোনা যাচ্ছে, এই মুহূর্তে তিনি বিভিন্ন চিত্রনাট্য পড়ছেন।