তিনি কারও ‘প্রিয়তমা’, কারও কাছে ‘কিশোরী’। অভিনেত্রী ইধিকা পালের ঝুলিতে একের পর এক বড়পর্দার কাজ। বিপরীতে কখনও শাকিব খান, কখনও দেব, আবার কখনও সোহম চক্রবর্তীর মতো নায়কেরা। শোনা যাচ্ছে, এ বার নাকি তিনি পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবির নায়িকা হচ্ছেন। ইন্ডাস্ট্রির অন্দরের ফিসফাস, আগামী ছবির জন্য নাকি ইধিকার কথা ভাবছেন পরিচালক। সবটাই এখন প্রাথমিক পর্যায়ে। চূড়ান্ত হয়নি কিছু। কারণ, কৌশিক এখনও ‘ধূমকেতু’র প্রচার নিয়ে ব্যস্ত। মাঝে ‘অর্ধাঙ্গিনী ২’-এর শুটিংও সেরেছেন। আর ইধিকারও আগামী এক মাস এক দিনও ফাঁকা নেই।
এ বার কি কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবির নায়িকা হচ্ছেন ইধিকা? ছবি: সংগৃহীত।
আরও পড়ুন:
২৯ অগস্ট মুক্তি পাবে ইধিকা-সোহম জুটির ‘বহুরূপ’ ছবিটি। এই কাহিনিতে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন নায়িকা। যদিও তাঁকে দেখলে এখনও সাধারণ মানুষের মনে ‘কিশোরী’ গানের কথাই প্রথমে আসছে। অভিজিৎ সেন পরিচালিত ‘প্রজাপতি ২’ ছবিতেও অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। মাঝে যদিও শোনা গিয়েছিল, এই ছবিতে দেখা যাবে না তাঁকে। ভিসা সংক্রান্ত সমস্যার কারণে নাকি এই ছবিতে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন ইধিকা। সব জল্পনা উড়িয়ে জ্যোতির্ময়ী কুণ্ডুর পাশাপাশি দেখা যাবে তাঁকেও। সূত্র বলছে, এই ছবিতে দেবের স্ত্রীয়ের চরিত্রে দেখা যাবে ইধিকাকে। তবে কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ছবি প্রসঙ্গে এখনও পর্যন্ত নায়িকা বা পরিচালকের কেউই কিছু বলেননি। নতুন খবরের অপেক্ষায় ইধিকার অনুরাগীরা।