Advertisement
E-Paper

মুখোমুখি দেব-জিৎ! এ বার পুজোয় ‘দুই পৃথিবী’ কি এক হবে? কী জানালেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা-পিয়া

এ দিন স্ক্রিনিং কমিটির বৈঠক ছিল রীতিমতো তারকাখচিত। নিসপাল সিংহ রানে, শ্রীকান্ত মোহতা-সহ টলিউডের একাধিক তারকা উপস্থিত ছিলেন বৈঠকে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ১৯:১৪
স্ক্রিনিং কমিটির তারকাখচিত বৈঠক।

স্ক্রিনিং কমিটির তারকাখচিত বৈঠক। নিজস্ব ছবি।

বুধবারের স্ক্রিনিং কমিটির বৈঠক ছিল তারকাখচিত। এ দিন বৈঠকে প্রথম এলেন জিৎ। এলেন দেবও। বেশ কিছু দিন ধরেই টলিউডে গুঞ্জন চলছিল, অন্দরের কোন্দলের জেরে এই কমিটির ভবিষ্যৎ নাকি বিশ বাঁও জলে! সেই গুঞ্জন নস্যাৎ করে এ দিন প্রকাশ্যে এল বাংলা ছবির প্রথম ছয়মাসের সিনে ক্যালেন্ডার।

দেব-জিৎ ছাড়াও এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্রীকান্ত মোহতা, নীলরতন দত্ত, নিসপাল সিংহ রানে, রানা সরকার, বনি সেনগুপ্ত-সহ টলিউডের খ্যাতনামীরা। সভাপতিত্ব করেন পিয়া সেনগুপ্ত। ছিলেন স্বরূপ বিশ্বাস। সদ্য ‘পদ্মশ্রী’ সম্মাননা পেলেন প্রসেনজিৎ। এ দিন বৈঠক শুরুর আগে কমিটির তরফে সংবর্ধনা জানানো হয় তাঁকে।

বৈঠকের ফাঁকে খোশমেজাজে বাকি সদস্যদের সঙ্গে দেব আর জিৎ।

বৈঠকের ফাঁকে খোশমেজাজে বাকি সদস্যদের সঙ্গে দেব আর জিৎ। নিজস্ব ছবি।

বৈঠকশেষে পিয়া সাংবাদিকদের বলেন, “আমরা ছয় মাসের বাংলা সিনে ক্যালেন্ডার বার করছি। জানুয়ারি শেষ। তাই ক্যালেন্ডার শুরু হচ্ছে ১৪ ফেব্রুয়ারি থেকে। ওই দিন মুক্তি পাবে স্টু়ডিয়ো ব্লটিং পেপার-এর ছবি ‘মন মানে না’। ২১ ফেব্রুয়ারি আসছে ক্যামেলিয়ার ছবি। ইদে এখনও পর্যন্ত কোনও ছবিমুক্তি নেই। ওই দিন যিনি চাইবেন, তিনিই ছবি নিয়ে আসতে পারবেন।”

সিনে ক্যালেন্ডার অনুযায়ী, ৩ এপ্রিল প্রেক্ষাগৃহে আবার আসবে ক্যামেলিয়ার ছবি। পয়লা বৈশাখ বাংলা নববর্ষ। বাংলা ছবি ছাড়া বাঙালির উদ্‌যাপন অসম্পূর্ণ। সেই দিক মাথায় রেখেই ওই দিন তিনটি ছবি মুক্তি পাবে। তালিকায় সুরিন্দর ফিল্মস, শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, নন্দী মুভিজ়। একই ভাবে ১৫ মে আসছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, ক্যামেলিয়া, এনআইডিয়াস-এর ছবি। ২৯ মে সুরিন্দর, উইন্ডোজ়, নন্দী মুভিজ় তাদের ছবি নিয়ে আসবে। জানুয়ারি মাসে নির্দিষ্ট সময়ে তিনটি ছবি মুক্তি পেয়েছে। জুন মাস আপাতত ফাঁকা। ছবির তালিকা নেই।

কমিটির বৈঠকে এই প্রথম জিৎ আর দেব মুখোমুখি। পর্দার বাইরে ‘দুই পৃথিবী’ আবার এক। খুনসুটি আর হাসিতে মাতলেন দু’জনেই। বৈঠকের মাঝেই অন্য অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বেরিয়ে যান সাংসদ-অভিনেতা দেব। কী ঠিক হল বৈঠকে? সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেব বলেন, “অনেক বড় বড় মাথা আছে মিটিং নিয়ে বলার জন্য। ওঁরা বলবেন।” গত কয়েক বছর ধরে নানা কারণে ‘পুজোর ছবি’ চর্চার বিষয়। শোনা গিয়েছিল, এ বছরের পুজোয় দেব-জিৎ একসঙ্গে আসতে চলেছেন। তেমনই কি কিছু ঘটতে চলেছে? দেবের সাফ জবাব, “আমার ছবির ক্যালেন্ডার বলে দিয়েছি। সেই অনুযায়ী আসছি।” বৈঠক যখন মাঝপথে, তখন বেরিয়ে যান ঋতুপর্ণাও। সাংবাদিকদের প্রশ্নের কোনও উত্তর দেননি তিনি।

কথা ছিল, বছরের শুরুতে এক বছরের ক্যালেন্ডার প্রকাশিত হবে। প্রথম মাসের শেষে আগামী ছয় মাসের ক্যালেন্ডার সামনে এল। সম্পূর্ণ ক্যালেন্ডার একেবারে প্রকাশ্যে এল না কেন?

এ প্রসঙ্গে পিয়া জানান, আপাতত মে মাস পর্যন্ত ছবিমুক্তির দিন স্থির হল। ফের বৈঠক হবে। বাকি মাসের ক্যালেন্ডার তখন ঠিক হবে। স্বরূপ আনন্দবাজার ডট কম-কে বলেন, “আমরা সারা বছরের রান্না কি একসঙ্গে রেঁধে রাখি? সে রকমই কমিটি ধাপে ধাপে ক্যালেন্ডার সামনে আনবে।” স্ক্রিনিং কমিটির ভবিষ্যৎ নিয়েও গুঞ্জন উঠেছিল...! কথাশেষের আগেই স্বরূপের জবাব, “আজকের বৈঠকে জিৎও এসেছেন। টলিউডের প্রায় প্রত্যেকে এ দিন উপস্থিত ছিলেন। কমিটির ভবিষ্যৎ কী, তা তাঁদের উপস্থিতিই বলে দিচ্ছে।”

Prosenjit Chatterjee Rituparna Sengupta Shrikant Mohta Nispal Singh Rane Swarup Biswas screening committee Bengali Cine Calender
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy