আর্থিক তছরুপের ঘটনায় নাম জড়িয়েছে দক্ষিণী অভিনেতা মোহনলাল বিশ্বনাথনেরও। প্রত্নবস্তুর কারবারি এক ঠগ ব্যক্তির সঙ্গে ওঠাবসা ছিল তাঁর, এমনটাই অনুমান। আগামী সপ্তাহে কোচির অফিসে তাঁকে হাজিরা দিতে হবে বলে তলব করেছে ইডি।
জানা গিয়েছে, গত বছর সেপ্টেম্বর নাগাদ মনসন মাভুঙ্কাল নামে এক ঠগ প্রত্নবস্তু-ব্যবসায়ীকে গ্রেফতার করেছিল কেরল পুলিশ। অভিযোগ, সাধারণ মানুষকে ঠকিয়ে, জাল প্রত্নবস্তু বেচে কোটি কোটি টাকা আয় করেছেন তিনি। সঙ্গে ইউটিউবার হিসেবেও পরিচিতি ছিল তাঁর। গোপন সূত্রে খবর পেয়ে ৫২ বছর বয়সি মনসনকে হেফাজতে নেয় পুলিশ।
তবে এর মধ্যে মোহনলাল কী ভাবে জড়ালেন? জানা যায়, মনসনের কেরলের বাসভবনে দেখা গিয়েছিল অভিনেতাকে। যদিও সেই সাক্ষাতের কারণ অজানা।