খামখেয়ালি, রুক্ষ বলে ইন্ডাস্ট্রিতে দুর্নাম রয়েছে পরিচালক মহেশ ভট্টর। বাবার মতোই নাকি হয়েছেন মেয়ে পূজা ভট্ট। দাবি অভিনেতা মুজ়ম্মিল ইব্রাহিমের। ২০০৭ সালে ‘ধোকা’ ছবির মাধ্যমে অভিনয় যাত্রা শুরু করেন অভিনেতা। সেই সেটেই পূজার জন্য ভয়ঙ্কর অবস্থা হয়েছিল অভিনেতার। ১৮ বছর পরে হাটে হাঁড়ি ভাঙলেন অভিনেতা। পূজা পরিচালিত এই ছবির সেটে নায়কের সঙ্গে এমন ঘটনা ঘটেছিল যা মনে করলে এখনও শিউরে ওঠেন মুজ়ম্মিল। পরিচালকের ‘অকথ্য’ ব্যবহারের কথাই প্রকাশ্যে এনেছেন অভিনেতা। ছবির সেট থেকে বাড়ি ফেরার পর রাতে ঘুমোতে পারতেন না অভিনেতা। হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কথাই বলেন অভিনেতা। ওই ছবিতে অভিনয় যেন তাঁর ‘কাল’ হয়ে দাঁড়িয়েছিল। সেই স্মৃতি এখনও তাঁর দগদগে।
অভিনেতা বলেন, “পূজা খুবই মেজাজি মহিলা। যার জন্য তাঁর সেটের অভিনেতাদের খুবই সমস্যায় পড়তে হত। ওঁর বাবা মহেশ ভট্ট আমায় খুবই পছন্দ করতেন। কিন্তু পূজা কেন আমার সম্পর্কে এমন কথা বলেছিলেন, আমি জানি না। আমায় কী কী বলেছিলেন পূজা, তা বলতে চাই না।” অভিনেতার দাবি,‘ নোংরা ভাষা’য় তাঁকে গালিগালাজ করতেন পূজা। সে সময় খুবই কম বয়স ছিল তাঁর। তাই পূজার ব্যবহার খুবই প্রভাব ফেলেছিল তাঁর উপর। সেই স্মৃতি এখনও ভুলতে পারছেন না মুজ়ম্মিল। বহু দিন অবসাদে ছিলেন তিনি।