দিলজিৎ দোসাঞ্জের পাশে এ বার নাসিরুদ্দিন শাহ। ‘সর্দারজি ৩’ নিয়ে বিতর্কে দিলজিৎ দোসাঞ্জ। ছবিতে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির অভিনয় করায় বিপাকে পড়তে হয়েছে এই পঞ্জাবি শিল্পীকে। এই পরিস্থিতিতে দিলজিতের পাশে দাঁড়ালেন বর্ষীয়ান অভিনেতা। নাম না করে একটি রাজনৈতিক দলকেও খোঁচা দিয়েছেন তিনি।
সমাজমাধ্যমের একটি পোস্টে তিনি নাসিরুদ্দিন লেখেন, “আমি দিলজিতের পাশে আছি। ‘জুমলা পার্টি’র লোকজন অপেক্ষা করেছিল ওকে আক্রমণ করার জন্য। ওই দলের লোকেরা ভাবছে, অবশেষে দিলজিৎকে আক্রমণ করার জন্য কিছু একটা পাওয়া গিয়েছে। প্রথমত, ছবিতে কে অভিনয় করবেন, তার দায় দিলজিতের নয়। ওটা পরিচালকের দায়িত্ব। কিন্তু পরিচালককে কেউ চেনেই না। দিলজিৎ বিশ্ববিখ্যাত বলে সবাই ওকে আক্রমণ করছে। দিলজিতের মনে বিষ নেই, ছবির অভিনেতাদের নিয়ে ও আগে থেকে কিছু ভাবেনি।”
আরও পড়ুন:
রাগে ফুঁসে উঠেছেন নাসিরুদ্দিন। তিনি লিখেছেন, “এই গুন্ডাদের একটাই উদ্দেশ্য— ভারত ও পাকিস্তানের মধ্যে ব্যক্তিগত যোগাযোগটাও যেন বন্ধ হয়ে যায়। পাকিস্তানে আমারও ঘনিষ্ঠ আত্মীয়েরা রয়েছেন। ওঁদের সঙ্গে আমার যোগাযোগ কেউ বন্ধ করতে পারবে না। আর এই সব শুনে যারা আমাকে বলবে, ‘পাকিস্তানে যান’, তাদের আমি বলব, ‘আপনারা কৈলাসে যান’।”
পহেলগাঁও কাণ্ডের পর থেকে ভারতে নিষিদ্ধ হয়েছেন পাকিস্তানের শিল্পীরা। কিন্তু তত দিনে ‘সর্দারজি ৩’ ছবির শুটিং শেষ হয়ে গিয়েছিল। ছবিতে পাক নায়িকা হানিয়া ছাড়াও রয়েছেন আরও কয়েকজন পাকিস্তানি অভিনেতা। পহেলগাঁও কাণ্ডের পরে দেশের বিভিন্ন মহলে দাবি ওঠে, ছবির উপরে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করতে হবে। ছবি ভারতে মুক্তি পায়নি। কিন্তু দিলজিৎ ও ছবির নির্মাতারা আন্তর্জাতিক মহলে ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তার পর থেকেই সমালোচনার মুখে অভিনেতা তথা গায়ক। এমনকি, ভারতে তাঁকে নিষিদ্ধ করার দাবিও উঠেছে।