উত্তেজনার অবসান। ২ গোলে আইএস লিগ জয় মোহনবাগানের। দল জিততেই বাঁধা ভাঙা উল্লাসে তুমুল নেচেছেন অভিনেতা নীল চট্টোপাধ্যায়। কাঁধে সবুজ-মেরুন পতাকা। গায়ে জার্সি। বাড়ির জানলার পর্দাও মেরুন! শ্যুটিং ফেলে বাড়িতে বসে খেলা দেখেছেন, ভিডিয়োয় তা স্পষ্ট। সেই নাচ দেখে কোমর দুলেছে অনেক মোহনবাগানীয় নেটাগরিকেরই।
‘সৌদামিণীর সংসার’, ‘ক্ষীরের পুতুল’ ধারাবাহিকের অভিনেতা নীল মনেপ্রাণে মোহনবাগান। তার প্রমাণ মিলেছে আইএসএল-এর প্রোমো ভিডিয়ো সোশ্যাল পাড়ায় ভাইরাল হতেই। প্রোমোয় দেখানো মোহনবাগান সম্বন্ধীয় ভুল তথ্যের তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন তিনি।
সেই ভুলের কি মধুর প্রতিশোধ নিল দল? নীলকে ফোনে পাওয়া যায়নি। তবে ভিডিয়োয় তাঁর বডি সমর্থন করছে এই মত। গানের ভাষাতেও সেই কথা স্পষ্ট, ‘চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান।’