গত বছর বসন্ত পঞ্চমীতে বাগদান পর্ব সেরে ফেলেছিলেন অভিনেতা প্রতীক বব্বর। আজ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেতা। পাত্রী উত্তরপ্রদেশের বহুজন সমাজ পার্টির নেতা পবন সাগরের কন্যা সান্যা সাগর। হাই প্রোফাইল এই বিয়ের জন্য লখনউতে তারকা সমাবেশ বসতে চলেছে বলে সূত্রের খবর। তবে বলি তারকাদের থেকে রাজনীতির ময়দানের তারকারাই বেশি থাকবেন বলে সূত্রের খবর।
উত্তরপ্রদেশের কংগ্রেস সভাপতির ছেলের বিয়ে বলে কথা। তার উপরে তিনি আবার এক সময়ের বলিউডের ডাকাবুকো অভিনেতা। তাঁর ছেলের সঙ্গে আবার বিয়ে হচ্ছে বহুজন সমাজ পার্টির নেতার কন্যার। সূত্রের খবর অনুযায়ী, বিএসপি নেত্রী মায়াবতী, সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব-সহ উত্তরপ্রদেশের একঝাঁক নেতা-নেত্রী উপস্থিত থাকবেন এই বিয়েতে। থাকার কথা কংগ্রেসশাসিত রাজ্যগুলি অর্থাৎ ছত্তীসগঢ়, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রীরা। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু, প্রবীণ কংগ্রেস নেতা গুলাম নবি আজাদের মতো নেতারাও উপস্থিত থাকতে পারেন বলেও জানা গিয়েছে।
বুধবারই অমেঠীতে দু’দিনের সফরে আসছেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। সূত্রের খবর, অমেঠী যাওয়ার আগে লখনউতে নবদম্পতিকে আশীর্বাদও করে যেতে পারেন রাহুল।