বছর দুয়েক আগের পুজোয় তাঁর ‘দশম অবতার’ দর্শকদের বেশ পছন্দ হয়েছিল। যিশু সেনগুপ্তর গত পুজো কেটেছে দেবের সঙ্গে। ‘খাদান’ ছবিতে হাড়হিম খলনায়ক তিনি। এ বছর কোন অবতারে দেখা দেবেন?
খবর, প্রযোজক-অভিনেতা সৌরভ দাসকে সঙ্গে নিয়ে যিশু এ বছর পুজোয় প্রযোজকের ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন।
ইন্দ্রাশিস রায় এবং ইন্দ্রদীপ দাশগুপ্ত। ছবি: ফেসবুক।
বাঙালির পুজোয় প্রেম থাকবে না, তা কি হয়? সে চার দিনের পুজোপ্রেম হতে পারে। কিংবা অতীতের সুগন্ধি স্মৃতি। সেই রোম্যান্সে সুরের আতর মাখিয়ে যিশু উপহার দিতে চলেছেন শারদীয়া মিউজ়িক ভিডিয়ো। সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত। শোনা যাচ্ছে, প্রযোজনার পাশাপাশি মিউজ়িক ভিডিয়োটি পরিচালনাও নাকি করেছেন তিনি।
যিশুর এই মিউজ়িক ভিডিয়োয় নায়ক-নায়িকা কে? সূত্রের খবর, রাহুল মজুমদার, দর্শনা বণিক, ইন্দ্রাশিস রায়। তা হলে কি ‘তিন ইয়ারি কথা’? নাকি প্রেমের ত্রিকোণমিতি ফুটে উঠবে মিউজ়িক ভিডিয়োয়? জানতে আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল রাহুলের সঙ্গে। তিনি এ বিষয়ে এখনই মুখ খুলতে রাজি নন। জানিয়েছেন, ক্রিকেট ম্যাচ খেলতে তিনি ত্রিপুরায়। মিউজ়িক ভিডিয়ো নিয়ে যিশু প্রথমে কথা বলবেন।
আরও পড়ুন:
কেউ মুখ না খুললেও টলিপাড়ার অন্দরে যিশুর নতুন প্রযোজনা নিয়ে চর্চা চলছেই। সেই সূত্রে খবর, উত্তর কলকাতার লাহাবাড়িতে গানের শুটিং হয়েছে। ধুতি-পাঞ্জাবিতে সেজে উঠেছিলেন রাহুল-ইন্দ্রাশিস। লাল পাড়-সাদা শাড়িতে দর্শনা বাঙালি ঐতিহ্যকে ধরে রেখেছেন। যাঁরা পুজোয় ঢাকের তালে নাচতে ভালবাসেন, তাঁরা এ গানের ছন্দে দুলে উঠবেন, সেটে এমন কথা নাকি শোনা গিয়েছে নায়ক-নায়িকার মুখ থেকেই।