মডেলিং দিয়ে শুরু। তার পর একের পর এক ধারাবাহিকে কাজ করেছেন অভিনেতা রবি সাউ। মাঝে বেশ কিছু সিনেমাতেও দেখা গিয়েছিল তাঁকে। নায়ক হিসাবে পর্দায় হাতেখড়ি হলেও গত দু’বছরে সে ভাবে মুখ্য চরিত্রে দেখা যায়নি তাঁকে। সম্প্রতি ‘তেতুঁলপাতা’ ধারাবাহিকে এক পুলিশ আধিকারিকের চরিত্রে অভিনয় করছিলেন তিনি। গত দু’বছরে কি মুখ্য চরিত্রে অভিনয়ের সে ভাবে সুযোগ আসেনি রবির কাছে? না কি ইচ্ছা করেই এই সিদ্ধান্ত?
ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করা মানে বেশ কিছু নিয়মের মধ্যে থাকতে হয় অভিনেতাদের। অনেক সময় চুক্তির নিয়ম মানতে গিয়ে বহু ওয়েব সিরিজ় এবং বড়পর্দার কাজ হাতছাড়া হয় নায়ক-নায়িকাদের। আর ছোটপর্দায় মুখ্য চরিত্র মানে দিনের প্রায় প্রতি দৃশ্যে থাকতে হয় তাঁদের। মাসে একটা রবিবার ছুটি। এত কিছু অসুবিধার মাঝে লাভ দু’টো - মাসিক পারিশ্রমিক এবং জনপ্রিয়তা। এই ধারাবাহিকের সূত্র ধরেই গ্রামের অনেক অনুষ্ঠানে ডাক পান শিল্পীরা। রবি জানিয়েছেন, নিজেকে তিনি ১৪ ঘণ্টার শুটিং বা অন্য কোনও নিয়মের মধ্যে বেঁধে রাখতে চান না। তাই গত দু’বছরে ধারাবাহিকের নায়ক হওয়ার সুযোগ ফিরিয়েছেন বহু বার। আনন্দবাজার ডট কমকে বললেন, “পুরোটাই আমার সিদ্ধান্ত।”
আরও পড়ুন:
ছোটপর্দার কাজ অভিনেতাদের অর্থনৈতিক নিরাপত্তা জোগায়। বিশেষত নায়ক , নায়িকা হলে তো কোনও কথাই নেই। সে ক্ষেত্রে রবির বক্তব্য, তিনি এই কয়েক বছরে যে ভাবে কাজ করেছেন তাতে তাঁর অর্থনৈতিক সমস্যা হচ্ছে না। বরং সৃজনশীলতায় কোনও বাধা আসুক রবি চান না। তাই ছোটপর্দায় নায়ক না হয়ে তিনি খুশি। বরং আরও নানা ধরনের চরিত্রে অভিনয় করতে উৎসুক তিনি। রয়েছেন নতুন সুযোগের অপেক্ষায়।