অভিনেতা সাগ্নিকের ব্যক্তিগত জীবন নিয়ে টানাটানি। শম্পা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সংসার। তাঁদের দু’জনেরই এটা দ্বিতীয় বিয়ে। আচমকাই টলিপাড়ার আনাচকানাচে ফিসফাস, বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন শম্পা! তাই ছাড়াছাড়ি হয়েছে সাগ্নিকের সঙ্গে। দ্বিতীয় পক্ষের বিয়েও কি টিকল না? কী জবাব সাগ্নিকের?
চারদিকে শম্পার সঙ্গে বিচ্ছেদের খবরে খুবই বিরক্ত অভিনেতা। সাগ্নিক বলেন, “আমার পদবিও তো বদলে দিয়েছেন সবাই। আমি চট্টোপাধ্যায় নই। পদবি ব্যবহারই করি না। শুধু কি চট্টোপাধ্যায়রাই অভিনয় করে? আর আমার আগের স্ত্রীর সম্পর্কে যে কথাগুলো বলেছিলাম, সেটা শম্পার নাম দিয়ে চালিয়ে দিচ্ছে সবাই। অত্যন্ত বিরক্তিকর।”
এক পডকাস্টে নিজের অসুখী দাম্পত্যের কথা বলেছিলেন সাগ্নিক। তিনি জানিয়েছিলেন, বিয়ের ১০ বছরের মাথায় অভিনেতা জানতে পেরেছিলেন স্ত্রীর বিবাহ-বহির্ভূত সম্পর্কের কথা। তার পর প্রাক্তন স্ত্রীর ইচ্ছা অনুযায়ী দু’জনে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। কিন্তু দুই ছেলেমেয়ে অভিনেতার সঙ্গেই রয়েছে সেই থেকে।
আরও পড়ুন:
সাগ্নিক যোগ করেন, “আমার আগের পক্ষের দুই ছেলেমেয়ে। শম্পার আগের পক্ষের মেয়ে আছে। আর আমার ভাগ্নে ছোট থেকে আমার সঙ্গেই থাকে। হিসাব মতো আমার চার ছেলেমেয়ে। আমি আর শম্পা চার সন্তানকে নিয়ে ভাল আছি। আমার বড় মেয়ে এই খবর দেখার পর বিরক্ত হয়ে বলেছিল, ‘সত্যিটা জেনে তার পর ভুল কথা প্রচার করবেন’।”
তবে কাউকে কোনও কথা বলতে চান না। কারও ভুল ভাঙাতে রাজি নন সাগ্নিক। অভিনেতার মতে, এখন তো কেউ কথা বলে না। সবাই মনগড়া গল্প লিখতে ব্যস্ত। তাতেই যদিও আনন্দ পায়, তা হলে তা-ই হোক।
এই মুহূর্তে সাগ্নিক ব্যস্ত ‘ও মোর দরদিয়া’ ধারাবাহিকের শুটিংয়ে। ‘নিশির ডাক’, ‘অনুসন্ধান’— এই দুই ওয়েব সিরিজ়েও অভিনয় করেছেন তিনি। আর অভিনেতার স্ত্রী শম্পা অভিনয় করছেন একটি হিন্দি ধারাবাহিকে। সেই সঙ্গে দেখা যাচ্ছে ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিকেও।