Advertisement
E-Paper

বৈষ্ণোদেবী মন্দিরের কাছে মদ্যপান করে আটক ওরি, বলিউডে সবাই চুপ! মুখ খুললেন সমীর সোনি

মদ্যপান করে সমাজমাধ্যমে নিজেই ভিডিয়ো ভাগ করে নিয়েছিলেন ওরি। সেই ভিডিয়ো থেকেই বিষয়টি পুলিশের নজরে আসে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৫ ১৭:৪৯
Actor Sameer Soni slams Orry for drinking near Vaishno Devi temple

ওরির বিতর্কে মন্তব্য সমীর সোনির। ছবি: সংগৃহীত।

বৈষ্ণোদেবী মন্দিরের পথে কাটরায় মদ্যপান করে বিপাকে পড়েছেন ওরি তথা ওরহান অবাত্রামণি। মন্দিরের আশপাশের এলাকায় মদ্যপান করা বা আমিষ খাওয়া নিষিদ্ধ। কিন্তু কাটরার এক হোটেলে সাত বন্ধুর সঙ্গে মদ্যপান করছিলেন ওরি, যার জেরে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগও উঠেছে তাঁর ভিত্তিতে। দিন কয়েক আগের ঘটনায় ওরি ও তাঁর সাত বন্ধুকে আটক করে জম্মু-কাশ্মীর পুলিশ।

বলি তারকাদের সঙ্গে প্রায়ই দেখা যায় ওরিকে। কিন্তু তিনি ঠিক কী করেন, তা এখনও কারও কাছে স্পষ্ট নয়। তবে এই ঘটনার পরে বলিউডের কোনও তারকা কোনও মন্তব্য করেননি। অবশেষে ওরিকে নিয়ে মুখ খুললেন অভিনেতা সমীর সোনি। অন্য বলি তারকারা চুপ থাকলেও তিনি ওরির নিন্দা করেছেন।

সংবাদমাধ্যমের কাছে সমীর বলেছেন, “দেখতে গেলে এটা এমন বড় কোনও অপরাধ নয়। তাই প্রশ্ন উঠতেই পারে, ‘ও কী এমন করেছে?’ কিন্তু একটু তলিয়ে ভাবলে বুঝতে পারবেন, বহু দিক দিয়ে এই কাজ ঠিক হয়নি। এমন জায়গায় মদ্যপান করা হচ্ছে, যেখানে মদ্যপান করা নিষিদ্ধ।” তাই ওরির এই ঘটনাকে অপরাধ বলেই মনে করেন তিনি।

মদ্যপান করে সমাজমাধ্যমে নিজেই ভিডিয়ো ভাগ করে নিয়েছিলেন ওরি। সেই ভিডিয়ো থেকেই বিষয়টি পুলিশের নজরে আসে। সমীর আরও বলেছেন, “বৈষ্ণোদেবী মন্দিরের মতো জায়গায় মানুষ কষ্ট করে পৌঁছোয়। অনেকটা হেঁটে সেই মন্দিরে পৌঁছোতে হয়। সেখানে মদ্যপান করা খুবই অসংবেদনশীল বিষয়। খুবই দায়িত্বজ্ঞানহীন কাজ এটা। তার উপর এই কাজ করে বড়াই করছ, যেন বিরাট কোনও কাজ করেছ। এর পরেও নিজেকে নেটপ্রভাবী বলো!”

ক্ষোভ উগরে দিয়ে সমীর দাবি করেছেন, আজকাল সমাজমাধ্যমে নজর আকর্ষণ করার জন্য যা খুশি বলে দেওয়া যায়। খারাপ ভাষায় কথা বললেও তাকে খুব চটকদার বলে দাবি করা হয়। সমীর জানান, তাঁর কন্যার বয়স ১২। সে যদি এখন এই সব দেখে তা হলে নিজেদের সংস্কৃতি সম্পর্কে কী শিখবে?

কাটরার কটেজ স্যুট এলাকায় মদ্যপান করছিলেন ওরি ও তাঁর বন্ধুরা। এই ঘটনায় ওরি-সহ তাঁর সাত বন্ধু দর্শন সিংহ, পার্থ রায়না, ঋত্বিক সিংহ, রাশি দত্ত, রক্ষিতা ভোগল, শাগুন কোহলি এবং রুশ নাগরিক আরজামাস্কিনাকে অভিযুক্ত হিসাবে চিহ্নিত করা হয়েছে।

Orry
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy