অভিনেতা বাবিল খান মানসিক দিক থেকে ভেঙে খানখান! তাঁর রবিবারের একটি ভিডিয়ো পোস্ট বিনোদন দুনিয়ার আসল চেহারা আবারও সামনে এনেছে। স্বজনপোষণের পাশাপাশি বলিউডের তারকা-সন্তানদের রূঢ় আচরণের কথা ফাঁস করে দিয়েছেন তিনি। যা দেখে উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। ইরফান খানের সন্তান ভাল নেই, বুঝতে পারছে বাংলা বিনোদন দুনিয়ার অন্দরেও। অভিনেতা-সঞ্চালক সুজয়প্রসাদ চট্টোপাধ্যায় আনন্দবাজার ডট কমের কাছে সে কথা জানিয়েছেন।
তাঁর মতে, “অভিনেতার সহযোগী দলের বক্তব্য, পুরোটাই নাকি প্রচারসর্বস্ব! সেটা যদি হয় তা হলে অবশ্যই নিন্দনীয়। কিন্তু আমার সেটা মনে হচ্ছে না।” তাঁর দাবি, বাবিল সত্যি কথাই বলেছেন। এবং বিনোদন দুনিয়ার ভয়ঙ্কর চেহারাটা আরও এক বার প্রকাশ্যে এনেছেন। তিনিও দীর্ঘ দিন অভিনয়ের সুবাদে প্রতি মুহূর্তে অনুভব করেন, আদতে বিনোদন দুনিয়া রঙিন বুদবুদের মতো। বাইরেটা খুবই রংচঙে। ভিতরটা কুৎসিত।
বাবিলের জন্য বড্ড মনখারাপ তাঁর। অভিনেতা-সঞ্চালক বিস্মিত, “শেষে ইরফান খানের মতো অভিনেতার ছেলেকেও ভয় পেতে হচ্ছে!” সুজয়ের কথায়, “বাবিল ভাল অভিনেতা। একাধিক সিরিজ়ে ভাল অভিনয় করেছেন। নিজেকে প্রমাণ করেছেন। কিন্তু বড় পর্দায় অভিনয়ের স্বপ্ন তো সব অভিনেতাই দেখেন। বাবিলও দেখেছেন, দেখছেন। এখনও বড় পর্দায় সে ভাবে তাঁকে দেখা যাচ্ছে কই?” এই জায়গা থেকেই সুজয়ের আফসোস, বাবিল যাঁদের নাম করেছেন তাঁদের কারণে যদি উনি হিন্দি ছবিতে কাজ না পান তা হলে সত্যিই বলার কিছু নেই।
বাবিলের মধ্যে নিজেকে দেখতে পেয়েছেন তিনি। জানিয়েছেন, ‘টাইপ কাস্ট’ ছাড়া তাঁকে নিয়ে খুব কম পরিচালক ভাবেন, সুযোগ দেন। তাঁকেও জীবনধারণ করতে হবে। সেই জন্য গান, সঞ্চালনা, উপস্থাপনা-সহ অনেক কিছুর মধ্যে নিজেকে ছড়িয়ে দিয়েছেন। “প্ল্যান বি নেই বাবিলের। সত্যিই তো সকলের থাকেও না”, দাবি তাঁর।
বাবিলের এই ভিডিয়ো কি সুশান্ত সিংহ রাজপুতকে আবারও মনে করিয়ে দিল?
“অবশ্যই দিল। সুশান্ত সিংহ রাজপুতও তো একই ভাবে একই কারণে ফুরিয়ে গিয়েছেন। অভিনেতা নিজেকে সামলাতে পারেননি। আত্মহত্যা করে নিস্তার পেয়েছেন। বাবিল বেঁচে থাকলেন। তাই তিনি তারকা-সন্তানদের নিন্দা করেও সেই নিন্দাকে ‘প্রশংসা’ বলে চালিয়ে দিতে বাধ্য হলেন।"